Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নেইমার শেষ পর্যন্ত রিয়ালেই যাবেন’


৯ আগস্ট ২০১৮ ১৫:৩৪

।। স্পোর্টস ডেস্ক ।।

দলবদলের মৌসুমে ব্রাজিল তারকা ফরোয়ার্ড নেইমারকে নিয়ে কম গুঞ্জন ছড়ায়নি। ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে এই মৌসুমেই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন উঠলেও, সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে পিএসজিতেই থাকলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে এই মৌসুমে নেইমার রিয়ালে না গেলেও ব্রাজিল কিংবদন্তি রিভালদো মনে করছেন নেইমারের ক্যারিয়ার শেষ হবে রিয়ালেই।

বিজ্ঞাপন

এই মৌসুমে দলবদলের কথা ওঠার পর নেইমার বলে দিয়েছেন পিএসজিতেই খেলে যেতে চান তিনি। তবে বার্সেলোনা কিংবদন্তি রিভালদো বিশ্বাস করেন ক্লাব রিয়ালেই ক্যারিয়ার শেষ করবেন ব্রাজিলিয়ান সেনসেশন, ‘নেইমারের পিএসজিতে থাকার সিদ্ধান্ত আমি এই মুহূর্তে বিশ্বাস করছি। তবে আমি যতদূর জানি এবং যেসব মন্তব্য শুনেছি, তাতে আমার মনে হয় একদিন সে রিয়ালেই ক্যারিয়ার শেষ করবে।’

নতুন মৌসুম শুরু হলেও দলবদলের মৌসুম এখনও শেষ না হওয়ায়, নেইমারের দলবদলের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতে চাচ্ছেন না রিভালদো। কারণ, দলবদলের বাজারে সময় শেষের আগে যা কিছুই ঘটতে পারে বলে মনে করেন ব্রাজিল কিংবদন্তি, ‘এটা ঠিক যে আরও একটি বছর ফ্রান্সেই কাটাবে ব্রাজিলিয়ান তারকা। তবে দলবদলের বাজার নিয়ে আগে থেকেই কিছু বলা ঠিক নয়। একদিনের ব্যবধানে কী ঘটতে পারে সেটা বলাও কঠিন। দলবদলের মৌসুমের সময় শেষ না হওয়া পর্যন্ত যে কোনো কিছুই ঘটতে পারে।’

সারাবাংলা/এসএন

নেইমার পিএসজি ব্রাজিল রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর