কেন অমন করে তেড়ে গিয়েছিলেন সাকিব? (ভিডিও)
৭ আগস্ট ২০১৮ ১৭:০৪ | আপডেট: ৭ আগস্ট ২০১৮ ১৭:৫৪
স্পেশাল করেসপন্ডেন্ট।।
সাকিব আল হাসানের একটা ভিডিও নিয়ে ফেসবুকে এখন তুমুল আলোড়ন। ঘটনাটা টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ দলের টিম হোটেলে ফেরার পর। একটা ভিডিওতে দেখা যায়, একজন সমর্থকের সঙ্গে কথা কাটাকাটির পর একটা অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন সাকিব। সেই সমর্থক আবার সাকিবকে কিছু বলায় একটু পর সাকিব তার দিকে প্রায় তেড়েই গিয়েছিলেন। শেষ পর্যন্ত তামিমসহ অন্য খেলোয়াড় আর উপস্থিত দর্শকেরা মিলে নিরস্ত করেন তাকে। কেন এমন করলেন সাকিব?
ক’দিন আগে নিরাপদ সড়কের দাবিতে একটা পোস্ট করে সমালোচনার মুখে পড়েছিলেন সাকিব। এবার আবার এই বিতর্ক। প্রশ্ন উঠেছিল, নিরাপদ সড়ক নিয়ে কিছু বলাতেই কি সাকিব খেপে গিয়েছিলেন? তবে অনুসন্ধানে জানা যাচ্ছে অন্য কথা। ফ্লোরিডা থেকে ঘটনাস্থলে উপস্থিত থাকা শেখ মিনহজ হোসেন তার ফেসবুক বার্তায় লিখেছেন এই ঘটনার ব্যাখ্যা। সেটি তুলে দেওয়া হলো।
‘সাকিব এক দর্শকের সাথে খুব রাগ করছেন, এমন একটা ভিডিও ভাইরাল হচ্ছে। ওখানে ক্যাপশন হচ্ছে যে, একজন লোক সাকিবকে নিরাপদ সড়ক আন্দোলনের ব্যাপারে প্রশ্ন করায় সাকিব তেড়ে গেছেন!
প্রথমে বলে নেই, যত যাই হোক, সাকিবের ওভাবে তেড়ে আসা ঠিক হয়নি। আমি সাকিবের তেড়ে আসা সমর্থন করছি না। কিন্তু আসলে প্রশ্নটা মোটেও নিরাপদ সড়ক আন্দোলনের ব্যাপারে ছিল না। ওই লোক সাকিবের কাছে বারেবার অটোগ্রাফ চাইছিল। সাকিব প্রথমে একটা সেলফি তুলেছে। এরপর আবার ভিডিও করতে চায়। সাকিব তখন ম্যাচ শেষে টায়ার্ড। সাকিব পারবে না বলে সামনে চলে যায়। লোকটা পিছন থেকে “ভাব মারায়” বলে বাজ ভাষা ব্যবহার করে। সাকিব তখন চেতে ফেরত আসে!
ওখানে নিরাপদ সড়ক আন্দোলন সংক্রান্ত কোন প্রশ্ন ছিল না।
আমাকে বিশ্বাস করতে পারেন। আমি তখনই হোটেলে ঢুকেছি। আশেপাশের সব মানুষ একই কথা বলছিলো। সবাই আরও ওই ছেলেটার উপর ক্ষ্যাপা ছিল। ছেলেটা কেন বেশি বিরক্ত করছিলো, এবং সাকিবকে পিছন থেকে অশালীন মন্তব্য করলো? এখন ফেসবুকে দেখি মানুষ ক্যাপশন দিয়েছে যে, ওটা “নিরাপদ সড়ক চাই” এর ব্যাপারে ছিল। অথচ গতকাল ওইসময় এ ব্যাপারে কোন কথাও হয় নাই’’!
সাকিব কেন তেড়ে গিয়েছিলেন, দেখুন ভিডিওতে:
https://www.facebook.com/iamcrazy.1212/videos/1081148948701360/
এ ব্যাপারে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা সাকিবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
সারাবাংলা/এএম/এসএন