‘সিরি আ লিগের আকর্ষনীয়তা বাড়াবে রোনালদো’
৬ আগস্ট ২০১৮ ১৮:২৬ | আপডেট: ৬ আগস্ট ২০১৮ ১৮:৩৯
।। স্পোর্টস ডেস্ক ।।
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলে নিজেকে মেলে ধরেছেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। ইংলিশ লিগ ও স্প্যানিশ লিগে একের পর এক আসর জমিয়েছেন এই তারকা। এবার রোনালদো জুভেন্টাসে যোগ দেওয়ায় ইতালিয়ান লিগ সিরি আ’র আকর্ষনীয়তা বাড়বে বলেই মনে করছেন ব্রাজিল ও ইন্টার মিলানের সাবেক স্ট্রাইকার রোনালদো।
১৯৯৭ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত ইন্টার মিলানে খেলেছেন ৪১ বছর বয়সী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো। মিলানের জার্সিতে ৬৮ ম্যাচে মাঠে নেমে ৪৯টি গোল করেছেন তিনি। প্রথম মৌসুমে ৩২ ম্যাচ খেলে ২৫টি গোল করেন তিনি। তার পারফরম্যান্সেই সেবার উয়েফা চ্যাম্পিয়নশিপ জিতেছিল ইতালিয়ান ক্লাবটি। সেবার ব্যালন ডি’অর জিতেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।
ইতালিয়ান লিগ সিরি আ’তে ক্যারিয়ারের ভাল সময়টা কাটানোর পাশাপাশি আসর জমিয়েছিলেন রোনালদো। তবে বেশ কয়েক বছর ধরে আকর্ষনীয়তার দিক থেকে ইংলিশ ও স্প্যানিশ লিগের চেয়ে বেশ পিছিয়ে আছে সিরি আ লিগ। এবার ব্রাজিল কিংবদন্তি মনে করছেন, রোনালদো ইতালিতে যাওয়ায় ইতালিয়ান লিগের আকর্ষনীয়তা বাড়বে, ‘রোনালদো ইতালিতে যাওয়ায় ইতালিয়ান লিগের আকর্ষনীয়তা বাড়বে। আমি মনে করি এখনকার অবস্থার পরিবর্তন হয়ে আসর আরও বেশি জমবে।’
নতুন মৌসুমে জুভেন্টাসের হয়ে ভাল মৌসুম কাটানোর আশা করছেন পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। অন্যদিকে, দলবদলের মৌসুমে মদ্রিচের প্রতি ইন্টার মিলানের আগ্রহের বিষয়ে রোনালদো বলেন, ‘দলবদলের মৌসুম মানেই অবাক কিছু ঘটবে, দেখা যাক কি হয়। আশা করি এই মৌসুমে নিজেদের লক্ষ্যে পৌঁছাবে ইন্টার (মিলান)। তবে মদ্রিচকে নিয়ে আলোচনার কথা বলতে গেলে, দুই ক্লাবের আলোচনায় কি হচ্ছে সেটা জানি না। দল বদলের বাকি সময়ে কি হয় তা দেখতে অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে, তাকে (মদ্রিচ) নিয়ে যারা আগ্রহ দেখাচ্ছে, সবার চেয়ে ইন্টার অবশ্য এগিয়েই থাকছে।’
সান্তিয়াগো বার্নাব্যুতে ৯ বছর কাটানোর পর এই মৌসুমে জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনালদো। নতুন ক্লাবের হয়ে অনুশীলনেও নেমেছেন পর্তুগিজ এই তারকা। এবার ইতালিয়ান ক্লাবে সাবেক এই রিয়াল তারকার মৌসুম কেমন যাবে, সেজন্য অপেক্ষায় থাকতে হচ্ছে।
সারাবাংলা/এসএন
পড়ুন: রোনালদোর পর মদ্রিচকেও হারাবে রিয়াল?