Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসি-সুয়ারেজদের সঙ্গী হয়ে রোমাঞ্চিত ভিদাল


৬ আগস্ট ২০১৮ ১৪:৫১

।। স্পোর্টস ডেস্ক ।।

বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার আরতুরো ভিদালকে তিন বছরের চুক্তিতে দলে টেনেছে বার্সেলোনা। চিলির এই তারকা মিডফিল্ডারের সঙ্গে ২৭ মিলিয়ন পাউন্ড ‘রিলিজ ক্লজ’ এ চুক্তি করে স্প্যানিশ জায়ান্টরা। নতুন ক্লাবে নতুন সতীর্থদের সঙ্গে মানিয়ে নেওয়ার অপেক্ষায় এই চিলিয়ান। বার্সার জার্সিতে খেলা যেমন স্বপ্ন ছিল, ঠিক তেমনি মেসি-সুয়ারেজদের পাশে খেলার সুযোগ পাওয়াটা স্বপ্ন পূরণের অন্যতম একটি ধাপ-এমনটি জানালেন ভিদাল।

বিজ্ঞাপন

দলবদলের মৌসুমে ১০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি খরচায় দুই ব্রাজিলিয়ান আর্থার ও ম্যালকম ছাড়াও ফ্রান্স ক্লেমেন্ত ল্যাংলেটকে দলে ভিড়িয়েছে বার্সা। এবার স্কোয়াড শক্তিশালী করতেই ৩১ বছয় বয়সী চিলি তারকার সঙ্গে চুক্তি করে আর্নেস্টো ভালভারদের দল। এর আগে চেলসির তারকা উইলিয়ানকে দলে নিতে উঠেপড়ে লেগেছিল বার্সা। তবে ক্লাব চেলসি উইলিয়ানকে ছাড়তে রাজি না হওয়ায় ব্রাজিলিয়ান তারকাকে পায়নি বার্সা।

আরেক ব্রাজিলিয়ান তারকা পাওলিনহো এক মৌসুম কাটিয়ে বার্সা ছেড়েছেন। তিনি যোগ দিয়েছেন চীনের ক্লাবে। পাওলিনহোর জায়গায় দলে আসা ভিদাল গণমাধ্যমে জানান, সত্যি বলছি আমি খুব খুশি। বিশ্বের সেরা একটি ক্লাবের জার্সি গায়ে নতুন ক্লাবের সতীর্থদের সঙ্গে অনুশীলন করছি। আমার স্বপ্ন পূরণ হয়েছে। এখানে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ কিছু সময় কাটানোর সুযোগ পেয়েছি।

ভিদাল আরও যোগ করেন, স্বপ্ন পূরণ হলেও আমার লক্ষ্য থেকে সরে দাঁড়াবো না। যে তিন বছরের জন্য বার্সা আমাকে নিয়েছে সেই তিন বছরে সম্ভাব্য সব শিরোপাই জিততে চাই। দলের প্রয়োজনে সেরাটা দিয়েই লড়বো। মূল একাদশে থাকতে লড়বো। কারণ, মেসি-সুয়ারেজ-বুসকেটসদের মতো বিশ্বসেরা তারকাদের পাশে খেলতে কে না চায়? বিশেষ করে মেসিকে মাঠে সাহায্য করার অপেক্ষায় আছি। আমি খুবই রোমাঞ্চিত যে মেসির মতো খেলোয়াড়ের পাশে খেলতে পারবো।

বিজ্ঞাপন

২০১১ সাল থেকে আট মৌসুমে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে খেলেছেন ভিদাল। সেখানে ১২৪ ম্যাচ খেলে ৩৫ গোল করেছেন এই মিডফিল্ডার। এরপর ২০১৫ সালে বায়ার্ন মিউনিখে এসে তিন মৌসুমে ৭৯ ম্যাচে ১৪ গোল করেছেন চিলিয়ান এই তারকা।

সারাবাংলা/এমআরপি

বার্সা ভিদাল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর