Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চেলসির আর একজনকে দরকার: সারি


৪ আগস্ট ২০১৮ ১৩:২৬

।। স্পোর্টস ডেস্ক ।।

দলবদলের মৌসুমে ব্রাজিল মিডফিল্ডার জর্জিনহো আর ইংলিশ গোলরক্ষক রবার্ট গ্রিনকে দলে ভিড়েছে ক্লাব চেলসি। তবে মৌসুম শেষের আগে অন্তত একজন মিডফিল্ডারকে দলে আনতে চান চেলসি কোচ মাউরিজিও সারি।

নতুন মৌসুমকে সামনে রেখে দল সাজাচ্ছেন চেলসি কোচ। তাই দলবদলের মৌসুম শেষের আগে দলে আরও একজন খেলোয়াড় যোগ করতে চান সারি, ‘ক্লাবের সঙ্গে মার্কেট নিয়ে এক-দুইবার কথা বলেছি, এর বেশি নয়। আমি শুধুমাত্র খেলোয়াড়ের পজিশন ও বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি, কারও নাম উল্লেখ করিনি। তাই আমি জানি না কাকে আনবো। তবে আমার মনে হয়, আমাদের একজন মিডফিল্ডার দরকার।’

ব্রাজিল তারকা জর্জিনহোকে দলে নিয়েছে চেলসি। তাছাড়া দলে ভাল বেশ কয়েকজন ভাল মিডফিল্ডারও আছেন। তবে ফিটনেসের দিক থেকে চিন্তা করেই নতুন কাউকে চাইছেন চেলসি কোচ, ‘আমাদের দলের মিডফিল্ডাররা দারুণ খেলে। তবে, মনে হচ্ছ বৈশিষ্ট্যের দিক থেকে আলাদা (ভাল ফিটনেস) একজন মিডফিল্ডার দরকার।’

ইতালিয়ান ক্লাব নাপোলি থেকে এই মৌসুমে ইংলিশ ক্লাব চেলসির কোচে নাম লিখিয়েছেন মাউরিজিয়ো সারি। নতুন মৌসুমকে সামনে রেখে দল গোছানোর কাজ চালাচ্ছেন তিনি। এই ক্লাবের হয়েই লম্বা সময় ধরে কাজ করার ইচ্ছা সারির, ‘এটা অবশ্য ক্লাবের ওপর নির্ভর করে। তবে, এখানে কয়েকবছর থাকতে চাই। আমাকে জিততে হবে তারপর ক্লাব সিদ্ধান্ত নেবে। তবে, লম্বা সময় ধরেই এখানে থাকতে চাই।’

রোববার (৫ আগস্ট) ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে চেলসি। ওয়েম্বলি স্টেডিয়ামে পেপ গার্দিওলার দলের বিপক্ষে এই ম্যাচকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছে সারির দল।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

চেলসি মাউরিজিও সারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর