আমাকে কেউ ভুল বুঝবেন না: সাকিব
৩ আগস্ট ২০১৮ ২০:৪৪ | আপডেট: ৪ আগস্ট ২০১৮ ১২:২৫
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থান করছেন টাইগাররা। এর মধ্যে দেশে ছাত্র-ছাত্রীদের আন্দোলন নিয়ে অবগত ক্রিকেটাররা। রাস্তায় নামা আন্দোলনকারীরা ইতিহাস রচনা করেছেন উল্লেখ করে তাদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্টাটাস দিলেও সেই পোস্ট ডিলিট করে নতুন করে ভিডিও দিয়েছেন সাকিব। ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘দয়া করে কেউ আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাদেরই একজন, আমি সব সময় আপনাদের সাথে ছিলাম, আছি এবং কথা দিচ্ছি ভবিষ্যতেও থাকব। আমি শুধু বলতে চাই যে আপনাদের আন্দোলনকে একটি সঠিক ফলাফলে পৌছে দেয়ার জন্যে আমাদের সরকার কে সুযোগ দেয়া উচিত যেন সরকার খুব দ্রুত আপনাদের দাবি বাস্তবায়ন করতে পারে।’
এর আগে শুক্রবার (৩ আগস্ট) রাতে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে লেখেন, ‘আমি এখন ফ্লোরিডায় আছি। আজ এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আমার তরুণ ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলতে চাই।’
গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই স্কুল শিক্ষার্থী দিয়া ও আবদুল করিম নিহত হওয়ার ঘটনায় মর্মাহত জানিয়ে সাকিব বলেন, ‘আমি প্রচণ্ড মর্মাহত ছিলাম। কিন্তু যখন দেখলাম তার সহপাঠী থেকে শুরু করে সারাদেশের ছাত্রছাত্রীরা দোষীদের শাস্তি দাবি ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেছে, তখন গর্ববোধ করেছি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। দেশে থাকলে আমিই তোমাদের অটোগ্রাফ নেয়ার জন্য চলে আসতাম।’
আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘তোমাদের দাবি কার্যকর হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নিহত পরিবারকে আর্থিক সহায়তা ছাড়াও নিরাপদ সড়ক আইন করতে আন্তরিকভাবে কাজ করছেন। ইতোমধ্যে অভিযুক্ত পরিবহনের রুট পারমিট বাতিল সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।’
এ অবস্থায় তাদের ফিরে আসার আহ্বান জানিয়ে সাকিবের বলেন, ‘তোমাদের কাছে বিনীত অনুরোধ করবো, ক্লাসে ফিরে পড়াশোনায় মনোনিবেশ করতে। তোমরা যা করেছ তা এদেশে ইতিহাস হয়ে থাকবে। এ অর্জন সফল হবে তোমাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার মাধ্যমে।’
তিনি আরও জানান, ‘তোমাদের দাবি পূরণ হয়েছে এবং হচ্ছে। ব্যত্যয় ঘটলে আমাকে পাবে তোমাদের সাথে।’
সারাবাংলা/জেএইচ
আরও পড়ুন
‘প্লিজ, তোমরা শান্ত হও’