ফ্লোরিডায় সাকিবদের ‘মজার’ হাতছানি
৩ আগস্ট ২০১৮ ১৩:৪০ | আপডেট: ৩ আগস্ট ২০১৮ ১৩:৪২
স্পেশাল করেসপন্ডেন্ট।।
যুক্তরাষ্ট্র সফরটা সাকিব আল হাসানের জন্য এবার অনেক দিক দিয়েই অন্যরকম। এমনিতে সিপিএল খেলার সুবাদে ফ্লোরিডার মাঠে ভালোই চেনা সাকিবের। তার ওপর দ্বৈত নাগরিকত্ব থাকার সুবাদে যুক্তরাষ্ট্র সাকিবের দ্বিতীয় ঘরও এখন। দ্বিতীয় টি-টোয়েন্টির আগে বাংলাদেশের অধিনায়কও মনে করছেন, দর্শকদের সমর্থন পাওয়ার কারণে শেষ দুই ম্যাচও সবার জন্য অনেক ‘মজার’ হবে।
প্রথম ম্যাচে হেরে এর মধ্যেই পিছিয়ে আছে বাংলাদেশ। আগামী রোববার (৫ আগস্ট) ফোর্ট লডারহিলে বাংলাদেশ পাচ্ছে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ। এর মধ্যে অনেক যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালি দল বেঁধে খেলা দেখতে আসছেন বলে জানা গেছে। সাকিবও জানেন, বাংলাদেশের পক্ষে গলা ফাটানোর লোকের অভাব থাকবে না, ‘সবার জন্য রোমাঞ্চকর হওয়া উচিত। এখানে বড় একটা বাংলাদেশের সমর্থন থাকবে, তাদের জন্য সময়টা অনেক মজার হবে বলে মনে করি।’
কথা হয়েছে উইকেট নিয়েও। সাকিব মনে করছেন, সিপিএলে যে ধরনের উইকেটে তারা খেলেছেন তার চেয়ে এই টি-টোয়েন্টির উইকেট আলাদা হবে, ‘সিপিএলে শেষ যখন ম্যাচ খেলেছি, যে ধরনের উইকেট ছিল তার চেয়ে অনেকটা আলাদা। আসলে অনুশীলনে বোঝা যাবে, আমরা এখন পর্যন্ত সাইড উইকেটে অনুশীলন করেছি। প্র্যাকটিস উইকেট থেকে ম্যাচ উইকেট খুব আলাদা হবে না হয়তো।’
সাকিব আভাস দিলেন, এই উইকেটে বল দ্রুত ব্যাটে আসতে পারে, ‘ উইকেট আগের চেয়ে দ্রুত হতে পারে। অনুশীলনের পর আসলে বোঝা যাবে কেমন। তবে এখন পর্যন্ত দেখে যতটুকু মনে হয়েছে আগের চেয়ে একটু ফাস্ট হতে পারে।’
প্রথম ওয়ানডের সমস্যা কাটিয়ে উঠতে পারবেন বলেও আশাবাদী, ‘সুযোগ আমাদের ছিল বেশ কিছু রান করার। কয়েকটা জায়গায় আমাদের সমস্যা ছিল। সেগুলো কাটিয়ে উঠতে পারলে অবশ্যই আমাদের রান বেশি হওয়া উচিত। শুরুতে ব্যাট করলে তখন হয়তো আমরা আরও কিছু রান বেশি করতে পারব।’
সারাবাংলা/এএম/এসএন