‘মিডিয়া যেভাবে দেখায়, অস্ট্রেলিয়া অতটা খারাপ নয়’
২ আগস্ট ২০১৮ ১৭:৪৩ | আপডেট: ২ আগস্ট ২০১৮ ১৭:৪৫
স্পোর্টস ডেস্ক।।
বল টেম্পারিং কেলেঙ্কারির পরেই কলঙ্কের ছোপ লেগেছে অস্ট্রেলিয়া ক্রিকেটের গায়ে। এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। আর দায় নিয়ে সরে যেতে হয়েছে অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেম্যানকে। এরপর থেকেই অস্ট্রেলিয়ার ভাবমূর্তি হয়ে গেছে নেতিবাচক। লেম্যান অবশ্য বলছেন, এখনকার চেয়ে তাঁদের সময়ে অস্ট্রেলিয়ায় আরও অনেক বেশি ‘খারাপ’ কিছু মাঠে, স্লেজিংও হতো অনেক বেশি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ের ওই ঘটনার পর অস্ট্রেলিয়ান ক্রিকেটে মোটামুটি একটা তোলপাড় হয়ে গেছে। লেম্যানকেও শেষ পর্যন্ত পদ ছাড়তে হয়েছে। সাধারণ্যে একটা ধারণা হয়েছে, অস্ট্রেলিয়া ক্রিকেটে পচন ধরে গেছে। তবে লেম্যান বলছে, এখন যা হচ্ছে, তার চেয়েও অনেক খারাপ কিছু হয়েছে আগে, ‘আমরা যখন খেলেছি, ওই সময় বা তার আগে অনেক বেশি স্লেজিং হয়েছে মাঠে। আমরা সবাই চাই, যেন খেলাটা পরিচ্ছন্ন থাকে। আমরা সবাই সেই চেষ্টাই করি, মাঠে জানপ্রাণ দিয়ে খেলেও পরিছন্ন রাখার চেষ্টা করি।’
অস্ট্রেলিয়া অনেক বারই সীমা অতিক্রম করেছে এর মধ্যে, এমন অভিযোগও উঠেছে। লেম্যান মনে করিয়ে দিচ্ছেন, এই অভিযোগ নতুন কিছু নয়, ‘অনেক বারই বলা হয়েছে অস্ট্রেলিয়া দলটা অতিরিক্ত আগ্রাসী। অনেক বার বলা হয়েছে তারা একটু বাড়াবাড়ি করে ফেলেছে। সেই সীমা অতিক্রম করার জন্য আইসিসি আর ম্যাচ রেফারি তাদের শাস্তিও দিয়েছে। তবে আগ্রাসী ভাবটা নতুন কিছু নয়। আর মিডিয়া যেভাবে দেখায় অস্ট্রেলিয়া ততটা খারাপ নয়।’
ম্যাচ টেম্পারিংয়ের ওই ক্ষত দূর করতে অস্ট্রেলিয়ার আরও কিছুটা সময় লাগবে বলে মনে করছেন লেম্যান। তবে এই দলের অধিনায়ক টিম পেইন ও কোচ জাস্টিন ল্যাঙার সেটা পারবেন বলেই মনে করেন লেম্যান।
সারাবাংলা/এএম/এসএন