হারে শেষ কোরিয়া সফর, আশা দেখছে বাংলাদেশ
৩১ জুলাই ২০১৮ ১৯:০৫ | আপডেট: ৩১ জুলাই ২০১৮ ১৯:০৬
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
শেষ ম্যাচে হার দিয়ে শেষ হচ্ছে বাংলাদেশ জাতীয় হকি দলের কোরিয়া সফর। এশিয়ান গেমসে নেতৃত্ব দেয়া শক্তিশালী কোরিয়ার বিপক্ষে প্রস্তুতি নিয়ে আশাবাদী কোচ-খেলোয়াড় ও কর্মকর্তারা।
ভারত সফর শেষে জিমি-চয়নদের নিয়ে কমান্ডো ট্রেনিং, তারপর কোরিয়া সফরে দলের ফিটনেস পরীক্ষা, ভুল সংশোধন, মানসিক শক্তি বাড়ানোসহ টেকটিকস নিয়ে কাজ করার কথা জানিয়েছিলেন কোচ। তাতে অবশ্য আশা দেখছেন সবাই।
মঙ্গলবার (৩১ জুলাই) নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে কোরিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে হেরেছে গোপিনাথান কৃষ্ণমূর্থীর শিষ্যরা। দেশের হয়ে একমাত্র গোলটি করেন রাসেল মাহমুদ জিমি।
দক্ষিণ কোরিয়া সফরের প্রথম ৫ ম্যাচেই জয়শূন্য থাকলো বাংলাদেশ জাতীয় হকি দল। প্রথমটিতে ৩-২, দ্বিতীয়টিতে ৫-২ ও তৃতীয় ম্যাচে ৬-০, চতুর্থ ম্যাচে জিততে জিতেতে ড্র (৩-৩) ও শেষ ম্যাচে ৪-১ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
জয় না পেলেও দলের পারফরমেন্স নিয়ে খুশি কোচ গোপিনাথান, ‘দল ভালো খেলেছে। আশাবাদী দল নিয়ে।’
দলের তারকা খেলোয়াড় আশরাফুল জানালেন আশ্বাসের কথা, ‘আমাদের অনুশীলন ভালো হয়েছে। অনেক কিছুই আগের চেয়ে ভালো হয়েছে। এশিয়ান গেমস নিয়ে প্রস্তুত আমরা। ভালো কিছুই অপেক্ষা করছে ইনশাল্লাহ।’
এশিয়ান গেমসকে সামনে রেখে দক্ষিণ কোরিয়া সফর শেষে আগস্টের দুই তারিখ দেশে ফিরছে বাংলাদেশ দল। ৪ তারিখ থেকে দেশে আবাসিক ক্যাম্প শুরু হবে তাদের।
কোরিয়ায় বাংলাদেশ স্কোয়াড : অসীম, নিপ্পন, চয়ন, পিন্টু, খোরশেদ, শিটুল, আশরাফুল, সবুজ, সারোয়ার, রোমান, নাঈম, রাব্বি, জিমি, মিমো, মিলন, কৌশিক, আরশাদ ও রানা। টিম লিডার রাফিউল হক, টেকনিক্যাল ম্যানেজার মোস্তবাজামান, ম্যানেজার মো: ইউসুফ ও কোচ গোবীনাথান কৃষ্ণমূর্থী।
স্ট্যান্ডবাই : ইমন, বিপ্লব কুজুর, নিলয়, শিশির, মাহবুব ও রাজিব দাস।
জয়ের কাছে গিয়েও জেতা হলোনা বাংলাদেশের
একম্যাচে কোরিয়ার ১৭ পিসি, বাংলাদেশের শূণ্য
কোরিয়ার সঙ্গে ‘কমান্ডোদের’ লড়াই
কোরিয়ায় সর্বোচ্চটা পেতে চায় বাংলাদেশ
সারাবাংলা/জেএইচ