Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোনালদোর খালি জায়গা পূরণ করবেন বেল?


৩১ জুলাই ২০১৮ ১৩:৪৩

।। স্পোর্টস ডেস্ক ।।

রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। তার চলে যাওয়ায় শূন্যস্থান পূরণ করতে চিন্তায় পড়েছেন ক্লাব কর্মকর্তারা। তবে এবার রিয়াল কোচ হুলেন লোপেতেগুই মনে করছেন, রোনালদোর জায়গা পূরণ করতে পারেন ওয়ালশ তারকা উইঙ্গার গ্যারেথ বেল।

গত মৌসুমে ক্লাব রিয়ালের কোচ ছিলেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। একের পর এক ইনজুরির কারণে বেলকে দলে না রাখার সিদ্ধান্তও নিয়েছিলেন ক্লাবটির কর্মকর্তারা। তবে মৌসুমের শেষের দিকে দারুণ পারফরম্যান্সে আবারও নিজেকে প্রমাণ করে নিজেকে টিকিয়ে রেখেছেন বেল।

অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের পর কোচ জিনেদিন জিদান দায়িত্ব ছাড়ার পর বিদায় নিয়েছেন রোনালদোও। রিয়ালের সঙ্গে ১০০ মিলিয়ন ইউরো চুক্তিতে রোনালদোকে দলে নিয়েছে ক্লাব জুভেন্টাস। তবে, সিআর সেভেন দল ছাড়লেও বেল রিয়ালে খেলতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন বলেই মনে করেন রিয়ালের নতুন কোচ লোপেতেগুই, ‘রিয়াল মাদ্রিদেই খেলতেই গ্যারেথ (বেল) স্বাচ্ছন্দ্যবোধ করে। সাম্প্রতিক ইতিহাসের কথা বললে, ক্রিস্টিয়ানো রোনালদোই অন্যতম সেরা খেলোয়াড়। সে দল ছাড়তে চেয়েছে এবং আমরা তা মেনে নিয়েছি।’

তবে, রোনালদো চলে গেলেও ওয়ালশ তারকা বেলকে নিয়ে বেশ আশাবাদী রিয়াল কোচ, ‘গ্যারেথ বেল দারুণ একজন খেলোয়াড়। তার যথেষ্ট যোগ্যতা আছে। শূন্যস্থান পূরণ করার যোগ্যতা ওর আছে।’

রোনালদোর পর রিয়ালে নিজেকে নতুন করে প্রমাণ করার জন্য বেল যে সুযযোগ পাচ্ছেন, সেটা মনে করিয়ে দিলেন রিয়াল কোচ, ‘ওর (বেল) মেধা ভালভাবে তুলে ধরার এটাই বড় সুযোগ। সে দলের সঙ্গে আছে। আমাদের দলের লক্ষ্য নিয়েও সে খুশি।’
২০১৩ সালে ২৯ বছর বয়সী বেলকে ৮৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে এনেছিল রিয়াল। স্প্যানিশ জায়ান্টদের হয়ে ৪বার চ্যাম্পিয়নশিপ লিগ জিতেছেন এই তারকা। এবারের চ্যাম্পিয়নশিপ লিগের ফাইনালে লিভারপুলের বিপক্ষে ৩-১ গোলে জয়ের দিনেও জোড়া গোল করেন বেল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ জুলাই) ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে রিয়াল।

 

সারাবাংলা/এসএন

গ্যারেথ বেল রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর