Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুভেন্টাসের বিপক্ষে থাকছেন না ভিয়া-ইব্রাহিমোভিচ


৩১ জুলাই ২০১৮ ১২:৪৮

।। স্পোর্টস ডেস্ক ।।

লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির হয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন সুইডেনের সর্বোচ্চ গোলদাতা জ্লাতান ইব্রাহিমোভিচ। কিন্তু বুধবার (১ আগস্ট) ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের বিপক্ষে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে থাকছেন না সুইডিশ এই তারকা। জুভিদের বিপক্ষে এমএলএসের স্কোয়াডে থাকছেন না স্প্যানিশ তারকা ডেভিড ভিয়াও।

ইনজুরির পড়েছিলেন যুক্তরাষ্ট্রের ক্লাব মেলবোর্ন সিটির স্ট্রাইকার ডেভিড ভিয়া। সময়মতো ইনজুরি কাটিয়ে না ওঠার কারণেই ইতালিয়ান জায়ান্টদের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। অন্যদিকে, এক সপ্তাহে তিন ম্যাচে মাঠে নামার কারণে এমএলএসের এই ম্যাচে রাখা হবে না ইব্রাকে। তবে, এরপর আগামী শনিবার (৪ আগস্ট) যুক্তরাস্ট্রের ক্লাব কালারাডো রেপিডসের বিপক্ষে ম্যাচে মাঠে নামবেন সুইডিশ তারকা।

তবে নিজের সাবেক ক্লাব জুভেন্টাসের বিপক্ষে এই ম্যাচে মাঠে নামতে পারবেন না বলে হতাশ হয়েছেন ইব্রা, ‘২০১৮ সালের অল স্টার গেমে জুভেন্টাসের বিপক্ষে খেলতে পারবো না, তাই হতাশ লাগছে। এটি (জুভেন্টাস) আমার সাবেক ক্লাব।’

রোববার (২৯ জুলাই) লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির হয়ে মাঠে নেমে অরলান্ডো সিটির বিপক্ষে হ্যাটট্রিক করেন ইব্রা। এমএলএসে এটি ছিল তার প্রথম হ্যাটট্রিক। এই ম্যাচ তার দল জিতেছিল ৪-৩ গোলে। গ্যালাক্সির হয়ে ১৭ ম্যাচে ১৫ গোল করেছেন ৩৬ বছর বয়সী সুইডিশ এই ফরোয়ার্ড। নিজের ফিটনেস ঠিক রাখতেও লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি, ‘ভালভাবে অনুশীলন করে যাচ্ছি। একটা অনুশীলনও মিস করি নি। সবকটি ম্যাচও খেলছি। শরীরের ব্যালেন্স ঠিক রাখতেই ঠিকভাবে যত্ন নিচ্ছি।’

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন

ইব্রাহিমোভিচ জুভেন্টাস ডেভিড ভিয়া মেজর লিগ সকার লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর