Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ের কাছে গিয়েও জেতা হলোনা বাংলাদেশের


৩০ জুলাই ২০১৮ ২০:৩৭ | আপডেট: ৩০ জুলাই ২০১৮ ২০:৩৮

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ফিরে এসেছে বাংলাদেশ জাতীয় হকি দল। প্রথম দুই ম্যাচ লড়াই করলেও তৃতীয় ম্যাচে বিশাল ব্যবধানে হার ভাবাচ্ছিল কোচ-খেলোয়াড়দের। চতুর্থ প্রস্তুতি ম্যাচে কোরিয়ার বিপক্ষে ট্যাকটিকস বদলেছে কোচ। ফলও এসেছে হাতে-নাতে।

প্রথম তিন ম্যাচে পাত্তা না পাওয়া লাল-সবুজ জার্সিধারীরা এবার রুখে দিলো স্বাগতিকদের। ৩-৩ স্কোরে ড্র করেছে গোপিনাথান কৃষ্ণমূর্থীর শিষ্যরা। গোল পেয়েছেন- খোরশেদ ও মিমো।

দক্ষিণ কোরিয়া সফরের প্রথম ৩ ম্যাচে জয়শূন্য ছিল বাংলাদেশ জাতীয় হকি দল। প্রথমটিতে ৩-২, দ্বিতীয়টিতে ৫-২ ও তৃতীয় ম্যাচে ৬-০ গোলের বড় ব্যবধানে দক্ষিণ কোরিয়া জাতীয় হকি দলের কাছে হেরেছিল বাংলাদেশ দল।

তবে চতুর্থ ম্যাচে এসে জয়ের কাছে এসেও জেতা হলোনা জিমিদের। একটা সময় ৩-১ গোলে এগিয়ে থাকার পর স্বাগতিকরা দুই গোল করে হার এড়ায়।

জিনচিওন সিটিতে প্রথম কোয়ার্টারে ডিফেন্ডার খোরশেদুর রহমানের পেনাল্টি কর্নার গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে স্বাগতিকরা সমতা ফেরালেও তৃতীয় কোয়ার্টারে খোরশেদের আরেকটি সফল পেনাল্টি কর্নার আবার এগিয়ে দেয় দলকে।

চতুর্থ কোয়ার্টারে ফরোয়ার্ড পুষ্কর খিসা মিমোর ফিল্ড গোল জয়ের স্বপ্ন দেখাচ্ছিল বাংলাদেশকে। কিন্তু এরপর দুই গোল করে হার এড়িয়েছে স্বাগতিক দল।

জয় হাতছাড়া হলেও দলের পারফরমেন্স নিয়ে খুশি মালয়েশিয়ান কোচ গোপিনাথন কৃষ্ণমূর্থী, ‘এই ম্যাচে ট্যাকটিকস বদল করে দলকে খেলানো হয়েছে, আর তার সুফলও পেয়েছি আমরা। আমার হাতে বেশি খেলোয়াড় নেই। যারা আছে, তাদের নিয়েই এগোতে হবে।’

এশিয়ান গেমসকে সামনে রেখে দক্ষিণ কোরিয়া সফরে যাওয়া বাংলাদেশ দল সোমবার পঞ্চম ও শেষ ম্যাচ খেলবে।

বিজ্ঞাপন

কোরিয়ায় বাংলাদেশ স্কোয়াড : অসীম, নিপ্পন, চয়ন, পিন্টু, খোরশেদ, শিটুল, আশরাফুল, সবুজ, সারোয়ার, রোমান, নাঈম, রাব্বি, জিমি, মিমো, মিলন, কৌশিক, আরশাদ ও রানা। টিম লিডার রাফিউল হক, টেকনিক্যাল ম্যানেজার মোস্তবাজামান, ম্যানেজার মো: ইউসুফ ও কোচ গোবীনাথান কৃষ্ণমূর্থী।

স্ট্যান্ডবাই : ইমন, বিপ্লব কুজুর, নিলয়, শিশির, মাহবুব ও রাজিব দাস।

একম্যাচে কোরিয়ার ১৭ পিসি, বাংলাদেশের শূণ্য

কোরিয়ার সঙ্গে ‘কমান্ডোদের’ লড়াই

কোরিয়ায় সর্বোচ্চটা পেতে চায় বাংলাদেশ

সারাবাংলা/জেএইচ

কোরিয়া সফর জিমি-চয়ন বাংলাদেশ জাতীয় হকি দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর