যে রেকর্ডে সবাইকে ছাপিয়ে তামিম-সাকিব
২৯ জুলাই ২০১৮ ২০:২৫ | আপডেট: ২৯ জুলাই ২০১৮ ২০:২৭
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
যে কোন খেলাতেই রেকর্ড গড়া-ভাঙা হয়। ক্রিকেটেও হরহামেশাই রেকর্ড হচ্ছে। কিছু রেকর্ড দীর্ঘদিন থেকে যায় অপরিবর্তীত আবার কিছু রেকর্ড ভেঙে চুরমার করে। সেসবে বাংলাদেশের কোনও ক্রিকেটারের রেকর্ড হলে তো কথাই নাই। সেটা যদি আবার বিদেশের মাটিতে হয় তাহলে সোনায় সোহাগা।
তেমনই একটা রেকর্ড গড়েছেন সাকিব-তামিম জুটি। দু’জনের বন্ধুত্বের মতো তাদের জুটিও ২২ গজে বিশ্বের শত শত রেকর্ড ভেঙে চুরমার করেছে। গড়েছে নতুন ইতিহাস। সে ইতিহাসের রাজা এখন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান ও ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবাল।
ওয়েস্ট ইন্ডিজ সফরে এই জুটি গড়েছে সর্বোচ্চ জুটির রেকর্ড। ভেঙেছে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা কুইন্টন ডি ককের রেকর্ড ছাড়িয়ে সবার উপরে রাজ করছেন টাইগার এই জুটি।
এই জুটি মিলে ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজে করেছেন ৩৮৫ রান। যা তিন ওডিআই সিরিজের সর্বোচ্চ জুটির রেকর্ড। এর আগের রেকর্ডটি আমলা ও ডি ককের। তারা গতবছর বাংলাদেশ সফরে ৩৭২ রানের রেকর্ডটি গড়েছিলেন। সেই রেকর্ড এক বছর যেতে না যেতেই হাতছাড়া হলো সাকিব-তামিমের কাছে।
ক্যারিবিয়ানদের সঙ্গে প্রথম ওয়ানডেতে দু’জনে গড়েছিলেন ২০৭ রানের জুটি। সাকিব ৯৭ রানে আউট হলে জুটি ভাঙে। শতক পান তামিম। দ্বিতীয় ম্যাচে তারা গড়ে ৯৭ রানের জুটি। তৃতীয় ম্যাচেও ধারাবাহিকতা বজায় রেখে ৮১ রান তুলেছে এই জুটি। তাতেই বিশ্ব রেকর্ডও গড়া হলো। ৩৮৫ রানের জুটি হলো। যা তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ জুটি।
Most runs as a pair in a 3-match bilateral ODI series:
|
এই রেকর্ডে তৃতীয় স্থানে আছে আমলা ও ডি কক। ভারতের বিপক্ষে ২০১৩ সালে তারা ৩৬৮ রানের জুটি গড়েছিল তিন ম্যাচে। ২০১১ রালে বাংলাদেশের বিপক্ষে রিকি পন্টিং ও শেন ওয়াটসন গড়েছিলেন ৩৪৫ রানের রেকর্ড। পঞ্চম স্থানে আছেন নিউজিল্যান্ডের ব্রুস এডগার ও গ্লেন টার্নার। ইংল্যান্ডের বিপক্ষে একটি সিরিজে এই জুটি গড়েছিলেন ৩১৭ রানের রেকর্ড জুটি।
তিন ম্যাচের সিরিজে এগিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা
ক্যারিবিয়ানে সিরিজ জয়েই বাজল মাশরাফিদের ক্যালিপসো
সারাবাংলা/জেএইচ
তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সাকিব আল হাসান