টেনিস কোর্টে রুনি-মারের ফুটবল
২৯ জুলাই ২০১৮ ১৬:২৭ | আপডেট: ২৯ জুলাই ২০১৮ ১৬:২৮
।। স্পোর্টস ডেস্ক ।।
ওয়াশিংটন ওপেনে অংশ নিতে এ মুহূর্তে সেখানে অবস্থান করছেন টেনিসের মহাতারকা অ্যান্ডি মারে। ৩১ বছর বয়সী স্কটল্যান্ডের এই টেনিস তারকা কাছে পেয়েছিলেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ওয়েইন রুনিকে। এক সঙ্গে টেনিসের কোর্টে কিছুক্ষণ সময় কাটাতে দেখা যায় দুই তারকা।
জাতীয় দল থেকে ২০১৬ সালে অবসর নিলেও ক্লাব ফুটবলে দাপিয়ে বেড়াচ্ছেন রুনি। গত মৌসুমে এভারটনের হয়ে খেলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই কিংবদন্তি। দ্বিতীয় মেয়াদে এক মৌসুম এভারটনে খেলার পর এবার যোগ দিয়েছেন আমেরিকান ক্লাব ওয়াশিংটন ডিসিতে। তাই আপাতত তারও ঠিকানা ওয়াশিংটন।
সেখানেই দেখা মেলে দুই তারকার। কোর্টে মারের বিপক্ষে কিছু সময় টেনিস খেলায় মেতে উঠতে দেখা যায় জাতীয় দলের হয়ে ১১৯ ম্যাচ খেলা রুনিকে। এরপর আরও দুই সঙ্গী যোগাড় করে টেনিস বল দিয়ে মেতে উঠেন ফুটবলে। টেনিসের আদলে খেলতে থাকেন ফুটবল। তাতে, হেড করে কিংবা পাওয়ার শটে একে অপরের কোর্টে বল পাঠাতেও ব্যস্ত ছিলেন রুনি-মারে।
রুনি-মারের ভিডিও:
https://www.youtube.com/watch?v=jxSgKLmk-Aw
সারাবাংলা/এমআরপি