Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিনটি রেটিং পয়েন্ট খোয়াল বাংলাদেশ


২৮ জুলাই ২০১৮ ১১:৪৩ | আপডেট: ২৮ জুলাই ২০১৮ ১২:৫৯

।। স্পোর্টস ডেস্ক ।।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশের রেটিং ছিল ৯৩। সিরিজের প্রথম ওয়ানডেতে জয় তুলে রেটিং যোগ করলেও, দ্বিতীয় ম্যাচ হেরে রেটিং পয়েন্ট খুইয়েছে মাশরাফি বাহিনী। তবে সিরিজের শেষ ম্যাচে রেটিং পয়েন্ট বাড়াতেই লড়তে হবে টাইগারদের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর বাংলাদেশের এক রেটিং পয়েন্ট বেড়েছিল। তবে, দ্বিতীয় ম্যাচে হারের কারণে ৩ রেটিং পয়েন্ট খুইয়েছে সফরকারী বাংলাদেশ।

র‍্যাংকিংয়ে ওপরে থেকেও র‍্যাংকিংয়ের নিচে থাকা দলের কাছে হারের কারণেই ৩ রেটিং পয়েন্ট হারাতে হয়েছে বাংলাদেশকে। শেষ ম্যাচে জয় পেলে ১ রেটিং পয়েন্ট বাড়বে। তবে, এই ম্যাচে হারলে আবারো ৩ রেটিং পয়েন্ট হারিয়ে বিপদেই পড়তে হবে টাইগারদের।

আইসিসি ওয়ানডে র‍্যাংকিং তালিকায় ৯১ রেটিং পয়েন্ট নিয়ে ৭ নম্বরে আছে বাংলাদেশের। ৭৭ রেটিং নিয়ে বাংলাদেশের পরেই আছে শ্রীলঙ্কা। লঙ্কানদের চেয়ে ৭ রেটিং পয়েন্ট কম নিয়ে (৭০) এই তালিকার সাতে আছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, বাংলাদেশের ওপরে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১০০।

 

সারাবাংলা/এসএন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ রেটিং পয়েন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর