দ্রুততম মানব বিকেএসপির হাছান মিয়া
২৭ জুলাই ২০১৮ ১৮:১৭ | আপডেট: ২৭ জুলাই ২০১৮ ১৯:৩৫
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
১৪তম গ্রীষ্মকালীন অ্যাথলেটিক্সে দ্রুততম মানব হলেন বিকেএসপির হাছান মিয়া। সাত বারের স্বর্ণজয়ী মেজবাহকে টপকে মাত্র ১৬ বছর বয়সেই গতির রাজা হয়ে গেলেন কুমিল্লার এই তরুণ অ্যাথলেট। বয়সভিত্তিক পেরিয়ে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে ১০০ মিটার ট্রাকে নেমেই বাজিমাত করলেন হাসান। স্বর্ণ জিতে জাতীয় অ্যাথলেটিক্সের গতির রাজার আসন দখল করলেন তিনি।
ঢাকা সিটি এফসি লি: ১৪ তম জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় আজকে এই বিস্ময় করলেন হাছান। সাত বারের চ্যাম্পিয়ন মেজবাহকে টপকিয়ে ১০০ মিটার ট্র্যাকের নতুন রাজা এখন বিকেএসপির এই ছাত্র।
গতবছরের যুব গেমসে স্বর্ণ জিতেছিলেন হাসান। এবার সিনিয়র জাতীয় প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়ে ১০.৮০ সেকেন্ড সময় নিয়ে শেষ করেছেন। যদিও তার ব্যক্তিগত রেকর্ড ১০.৬০। মেজবাহ শেষ করেছেন ১০.৯০ ও তৃতীয় হয়েছেন আব্দুর রউফ ১১ সেকেন্ড সময় নিয়ে।
হাছান আশা রাখছেন নিজেকে ছাড়িয়ে যাবার। সঙ্গে শীর্ষস্থান ধরে রাখার।
সারাবাংলা/এসএন/জেএইচ