বিশ্বকাপের পর রঙিন জার্সিতে খেলবেন না স্টেইন!
২৭ জুলাই ২০১৮ ১৭:৪২ | আপডেট: ২৭ জুলাই ২০১৮ ১৭:৪৪
।। স্পোর্টস ডেস্ক ।।
বয়স ৩৫ ছাড়িয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। দলের হয়ে কম চমক দেখান নি এই ডানহাতি পেসার। তবে চোটের সঙ্গে লড়াই করতে করতে দলে অনিয়মিত হয়েই থাকতে হয় তাকে। প্রোটিয়া এই তারকা এবার জানিয়েছেন, ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপের পর সাদা বলে আর হয়তো দেখা যাবে না তাকে।
ক্যারিয়ারে বল হাতে অসংখ্য চমক দেখিয়েছেন প্রোটিয়া এই তারকা পেসার। সাদা বলে চমক দেখাতে চান ইংল্যান্ড বিশ্বকাপেও, ‘ইংল্যান্ড বিশ্বকাপ শিরোপা জয়ের চেষ্টা করবো। তবে, এই বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার হয়ে সাদা বলের ক্রিকেটে নিজেকে আর দেখছি না। পরের বিশ্বকাপ আসতে আসতে বয়স গিয়ে দাঁড়াবে চল্লিশে।’
শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে মাত্র ২ উইকেট পেয়েছেন স্টেইন। দলও সিরিজ হেরেছে ২-০তে। এরপর ওয়ানডে স্কোয়াডে জায়গা হয়নি তার। তবে, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে নিজের অভিজ্ঞতা দিয়েই দলের স্কোয়াডে থাকতে চান তিনি, ‘আমাদের ব্যাটিং লাইনআপের দিকে তাকালে দেখবেন, সেরা ছয়জন প্রায় ১ হাজার ম্যাচ খেলেছে, কিন্তু শেষ দিকের আট থেকে এগারোতে যারা খেলছে, তারা এখনো ১৫০ ম্যাচ খেলেনি। আপনাকে অবশ্যই অভিজ্ঞতার দিকে তাকাতে হবে।’
দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যে যথেষ্ট অভিজ্ঞতা নিয়েছেন, সেটাই মনে করিয়ে দিলেন স্টেইন, ‘আশা করি, বিশ্বকাপ দলে জায়গা পেতে অভিজ্ঞতাটাই আমার মূল অস্ত্র হিসেবে থাকবে। আমাকে হয়তো সব ম্যাচ খেলতে হবে না। তবে, আমি মনে করি, অভিজ্ঞতাই আমাকে সেখানে যেতে সহায়তা করবে।’
টেস্ট ক্যারিয়ারে ৮৮ টেস্ট খেলে ৪২১ উইকেট নিয়েছেন স্টেইন। একের পর এক ইনজুরিতে না পড়লে হয়তো আরো বেশি টেস্ট খেলতে পারতেন তিনি। তবে, ইংল্যান্ড বিশ্বকাপের পর দলের হয়ে নিজেকে রঙিন জার্সিতে না দেখলেও, সাদা জার্সিতে দলের হয়ে খেলে যাওয়ার আশা করছেন স্টেইন, ‘টেস্ট ক্রিকেটের কথা উঠলে বলবো, যতদিন সম্ভব হবে ততদিনই টেস্ট খেলে যাবো।’
সারাবাংলা/এসএন