Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তলে তলে দলবদল


২৫ জুলাই ২০১৮ ২০:৫২

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

দেশের ঘরোয়া ফুটবলের বাজারে আগুন অনেক আগে থেকেই। দলবদলের উইন্ডো খোলার আগেই ক্লাবগুলো গুছিয়ে ফেলেছে দল। অনেক ক্লাবের ফুটবলার গোছানো শেষ পর্যায়ে। শুধু নাম ঘোষণা বাকী। বুধবার (২৫ জুলাই) দলবদল শুরু হলেও বাফুফেতে নেই কোনও ডামাডোল। সবাই ব্যস্ত দল পরিপূর্ণে। তাই তলে তলে দলবদল নিয়ে ব্যস্ত দেশের শীর্ষ ক্লাবগুলো।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১৭-১৮ মৌসুমের সবার আগে থাকবে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে বিপিএলে নাম লেখানো বসুন্ধরা কিংস। তারকার সমৃদ্ধ দল গড়ছে ক্লাবটি। অন্যদিকে চট্টগ্রাম আবাহনীও আছে উল্টোপথে।

এবারের লিগে বৈচিত্র আসায় ফুটবলার বাছাইয়ে সচেতন ক্লাবগুলো। ভালো বিদেশি ফুটবলার দলে ভেড়াতে যারপরানই দৌড়ঝাপ শুরু করে দিয়েছে সবাই। ‘এশিয়ান কোটায় নিতে হবে প্লেয়ার’ সেদিকে চিন্তা করে মানের ফুটবলার খুঁজছে ক্লাবগুলো।

কিছু ক্লাব তো এরই মধ্যে বিদেশি নিশ্চিতও করে ফেলেছে! তাতে বেশ সাড়াও পড়েছে। তিন বছর আগে ঢাকা মাতিয়ে যাওয়া সনি নর্দেকে ফেরানোর গুঞ্জন চলছে বাজারে, তার সঙ্গে আরও দুই হাইতিয়ান ও কলকাতার ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিল আসার কথা চাউর। তবে বসুন্ধরা কিংস সূত্রে জানা গেছে, চেষ্টা চলছে রাশিয়া বিশ্বকাপ খেলা এক কোস্টারিকান আনা, আলোচনাও অনেক দূর গড়িয়েছে। অন্য দু’জনও হাইপ্রোফাইল ইউরোপিয়ান, এশিয়ান কোটায়ও শীর্ষ লিগ খেলা একজন। খালিদ জামিলের কথা শোনা গেলেও ইউরোপিয়ান কোচ আনার চেষ্টা করছে তারা। তবে বিদেশি ফুটবলার ও কোচ নিয়ে এখন মুখ খুলতে নারাজ ক্লাবের কোনো কর্তা।

তিনবারের লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব গাম্বিয়ান সলোমান কিংকে রেখেছে, নতুন নিয়েছে সেনেগাল লিগ খেলা গাম্বিয়ান সাইনি বোজান ও জাপানি ইয়োগো কোবাইশো। ক্রোয়েশিয়া ও সার্বিয়া থেকে চতুর্থ বিদেশি আনার প্রক্রিয়া চালাচ্ছে। শেখ রাসেল নিয়েছে শেখ জামালের রাফায়েল সাগানোকে। সাইফ স্পোর্টিং কলম্বিয়ান হ্যাম্বার ভ্যালেন্সিয়া ও দিয়েনার আন্দ্রেসকে ধরে রেখেছে। এশিয়ান কোটায় মধ্য এশিয়ায় চোখ তাদের। আবাহনী সানডে চিজোবাকে রাখতে চায়।

বিজ্ঞাপন

আশরাফুল রানা, তৌহিদুল আলম সবুজ, জাফর ইকবাল, আবদুল্লাহ, মামুনুল ইসলাম, নুরুল নাইম ফয়সাল, সুশান্ত ত্রিপুরাসহ প্রায় সবাই দল ছেড়েছে। দুই মৌসুম বড় দল গড়েও প্রত্যাশা পূরণ না হওয়ায় তারুণ্যে জোর দিয়েছে তারা। শোনা যাচ্ছে সাইফ পাওয়ারটেক থেকে পৃষ্ঠপোষকতার অর্থের পরিমাণ কম হওয়ায় বড় দল গড়তে পারছে না তারা। নিয়েছে মোহামেডানের রাসেল মাহমুদ লিটন, আবদুল বাতেন কোমল, শাহেদ, শেখ জামালের কেস্ট কুমার, আনিসুল ইসলাম সুইট, সোহেল মিয়া, শেখ রাসেলের অরুপ বৈদ্য, মোনায়েম খান রাজু।

নিশ্চিত করেছে মুক্তিযোদ্ধার আজাদ ও রাসেল; রহমতগঞ্জের নিয়ামুর রহমান শাহেদ, সবুজ, মুক্তিযোদ্ধার মানিক, মালেক, চ্যাম্পিয়নশিপ লিগের দল উত্তর বারিধারা ক্লাবের রাজিব, ব্রাদার্সের আরিফ খান জয়কে।

গত মৌসুমে বড় দল গড়েও প্রত্যাশা পূরণ হয়নি সাইফ স্পোর্টিং ক্লাবের, তৃপ্তি শুধু লিগে চতুর্থ হয়ে এএফসি কাপ খেলা। ফিরতি পর্বে ওয়েডসনকে এনে চমক দেখালেও মাঠের খেলায় নজর কাড়তে পারেননি হাইতিয়ান। বড় দল হওয়ার মোহ কেটেছে তাদের! ৮২ লাখ টাকায় জাফর ইকবালকে তিন মৌসুমের চুক্তিতে নিয়েছে; জামাল ভুইয়া, আনিসুর রহমান জিকু থাকছেন; নিয়েছে শেখ রাসেলের গোলরক্ষক জিয়াউর রহমানকে, আছে তরুণ আল-আমিন, রহমত, পাপ্পু, স্বাধীন, রহিম, রাফি, কবিরুল, সাজ্জাদ, লিংকন, হাসান, স্বপন, মেরাজ।

বসুন্ধরার চমক ৬৫ লাখ টাকায় আবাহনীর ইমন মাহমুদকে নেওয়া, সাইফ থেকে নিয়েছে মতিন মিয়া, হেমন্ত ভিনসেন্ট, মো. ইব্রাহিম, চট্টলা আবাহনীর তৌহিদুল আলম সবুজ, নুরুল নাইম ফয়সাল, মাসুক মিয়া জনি, মান্নাফ রাব্বী, আরামবাগের আবু সুফিয়ান সুফিল, শেখ রাসেলের মোস্তাক, আলমগীর রানা, সবুজ দাস, ব্রাদার্সের সালাহউদ্দিন, বিশাল দাস, শেখ জামালের দিদারুল আলম, রিদওয়ান বিন রাকিন ও মিতুল হাসান, মোহামেডানের রেজাউল করিম, বিজেএমসির শোয়েব, কৃষ্ণপদকে; জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের সোহানকে নিয়েছে।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন আবাহনী পুরানো দল ধরে রাখতে চাইলেও শেষ পর্যন্ত পারছে না, ইমন গেছেন বসুন্ধরায়, সোহেল রানা ও ইয়ামিন মুন্না শেখ রাসেলে, থাইল্যান্ড চলে গেছেন জাপানি মিডফিল্ডার কোজিমা, এমেকা চট্টগ্রাম আবাহনীতে। জুয়েল রানা ও তপু বর্মনকে ফেরাচ্ছে আকাশি-হলুদরা; ফিরছেন মামুনুলও। এমিলি, মিঠুন, জাহিদসহ বর্ষীয়ান ফুটবলারদের মেলা হবে মোহামেডানে। অন্য দলগুলোও চুপিচুপি দল গুছিয়ে ফেলেছে।

সারাবাংলা/জেএইচ

দলবদল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর