Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঁচ রানের জন্য ৩০০ হলো না নাসিরের


২৩ ডিসেম্বর ২০১৭ ১১:২০ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:১৮

স্টাফ করেসপন্ডেন্ট

দিন শুরু করেছিলেন ২৭০ রান নিয়ে। ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি থেকে ছিলেন ৩০ রানের দূরত্বে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে রইল ‘এত কাছে তবু এত দূরের’ গল্প। জাতীয় লিগে ২৯৫ রানেই থেমে গেল নাসির হোসেনের ইনিংস, পাঁচ রানের জন্য পাওয়া হলো না ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি।

অথচ সকালে শুরুটা ভালোই করেছিলেন। বরিশালের সালমান হোসেনের ওভারে দুই চার মেরে পৌঁছে গিয়েছিলেন ২৮০-র ঘরে। অন্য প্রান্তে ধীমান ঘোষ আউট হয়ে গেলেও নাসির ছিলেন অবিচল। কামরুল ইসলাম রাব্বিকে চার মেরে ছুঁয়ে ফেলেন ২৯০। এরপর ট্রিপল সেঞ্চুরি যখন হয়ে যাবে বলে মনে হচ্ছিল তখনই ঘটে অঘটন। লিঙ্কন দে সঞ্জয়ের বলে ফজলে রাব্বির হাতে ক্যাচ তুলে দেন নাসির হোসেন। ২৯৫ রানেই থেমে গেছে তাঁর ইনিংস। ২০০৬-০৭ মৌসুমে রকিবুল হাসানের ৩১৩ রানই প্রথম শ্রেণীতে বাংলাদেশের একমাত্র ট্রিপল সেঞ্চুরি হয়ে থাকল। তবে নাসিরের এ ২৯৫ রান, প্রথম শ্রেণিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। সেটা অবশ্য কোনো সান্ত্বনা হতে পারবে না রংপুর অধিনায়কের জন্য।

নাসির আউট হওয়ার সময় রংপুর ১৭৬.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলেছিল ৬১৪ রান। সেখানেই তারা পরে ঘোষণা করে দিয়েছে ইনিংস।

সারাবাংলা/এএম/এমএ

নাসির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর