Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের শতবলের ক্রিকেট

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২১ মার্চ ২০২১ ১৩:৩৪

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মুজিববর্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের মধ্যে শতবলের ব্যতিক্রমী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯মার্চ) বিকেলে জেলা স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় নওগাঁ জেলা প্রশাসন দলের নেতৃত্ব দেন জেলা প্রশাসক হারুন-অর-রশিদ এবং জেলা স্বাস্থ্য বিভাগ দলের নেতৃত্ব দেন সিভিল সার্জন ডা: এবিএম আবু হানিফ।

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় জেলা প্রশাসন দল ৫ উইকেটের ব্যবধানে স্বাস্থ্য বিভাগকে পরাজিত করে।

টসে জিতে জেলা প্রশাসন দলের অধিনায়ক হারুন-অর-রশীদ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। সিভিল সার্জনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ দল নির্ধারিত ২০ ওভারে (৫বলে ওভার) সবকটি উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। মাত্র ৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে জেলা প্রশাসন দল ৫ উইকেট হাতে রেখেই ১৭ ওভারে জয় তুলে নেয়।

পরে দুই দলের হাতেই পুরস্কার তুলে দেন নওগাঁর ক্রীড়া সংগঠক ডা: দুলদুল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হারুন-অল-রশিদ, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খাঁন প্রমুখ। এছাড়াও জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক হারুন-অর-রশীদ তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘যান্ত্রিক এই ব্যস্ত জীবনে বিনোদনের অনেক প্রয়োজন আছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ দুটোই অনেক ব্যস্ত বিভাগ। কিন্তু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত খেলার মাধ্যমে আমরা কিছুটা বিনোদন নেওয়ার সুযোগ পাচ্ছি। আগামীতেও এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

ক্রিকেট টুর্নামেন্ট নওগাঁ প্রীতি টুর্নামেন্ট