Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিঙ্গাপুরে অনুশীলন করলো রিতু-সাদিয়ারা


৫ সেপ্টেম্বর ২০১৯ ২০:০৮

এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি টুর্নামেন্টকে সামনে রেখে বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। টুর্নামেন্টে অংশ নিতে বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সিঙ্গাপুর পৌঁছেছে বাংলাদেশের মেয়েরা। এবারই প্রথম কোনো নারী হকি দল আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে দেশের বাইরে যায়।

প্রথম দিন টিম হোটেলের নিকটবর্তী বালেস্টেয়ার রোডের প্রিমিয়ার পিচে হালকা স্ট্রেচিং ও ফিজিক্যাল ট্রেনিং করে বাংলাদেশ দল। সহকারী কোচ শহিদুল্লাহ টিটু জানান, প্রথম দুই দিন সিঙ্গাপুরের পরিবেশের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করবে দল। দলের সবাই সুস্থ আছে।

বিজ্ঞাপন

টুর্নামেন্ট চলাকালীন সিঙ্গাপুরের সেরাঙ্গুনের হোটেল মিত্রা ইনে অবস্থান করবে দল। আগামী ৯ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮ টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা) স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশের মেয়েরা।

শেষ মুহূর্তে নেপাল নাম প্রত্যাহার করে নেয়ায় টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট ৬টি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। পরিবর্তিত ফিকশ্চারে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে ম্যাচ। টুর্নামেন্টের সেরা দুই দল অংশ নেবে ওমেন্স জুনিয়র এশিয়া কাপ ২০২০-এ।

বাংলাদেশ দল:
সুমি আক্তার (গোলকিপার), রিয়া আক্তার স্বর্ণা (গোলকিপার), রিতু খানম (ডিফেন্স), জোয়ারিয়া ফেরদৌস জয়িতা (ডিফেন্স), মুক্তা খাতুন (ডিফেন্স), রানি আক্তার রিয়া মনি (ডিফেন্স), পারভিন আক্তার (ডিফেন্স), লিমা খাতুন (ডিফেন্স ও মিডফিল্ড), ফারদিয়া আক্তার রাত্রি (মিডফিল্ড), সানজিদা আক্তার সাথী (মিডফিল্ড), সানজিদা আক্তার মনি (মিডফিল্ড), মোকসেদা মুন্নী (মিডফিল্ড), নাদিরা (মিডফিল্ড ও ফরোয়ার্ড), নমিতা কর্মকার (ফরোয়ার্ড), সাদিয়া খাতুন (ফরোয়ার্ড), তারিন আক্তার খুশি (ফরোয়ার্ড), অর্পিতা পাল (ফরোয়ার্ড), তাসমিম আক্তার মিম (ফরোয়ার্ড)।

বিজ্ঞাপন

কোচিং স্টাফ:
তারিকুজ্জামান নান্নু-হেড কোচ, হেদায়েতুল ইসলাম রাজীব-সহকারী কোচ, শহিদুল্লাহ টিটু-সহকারী কোচ, পারভীন নাসিমা পুতুল-সমন্বয়ক।

এএইচএফ কাপ নারী হকি সিঙ্গাপুর

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর