Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহিলা বেসবলের ফাইনালে আনসার ও পুলিশ


৮ এপ্রিল ২০১৯ ১৮:১০

জাতীয় মহিলা বেসবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। এ নিয়ে দল দুটি তৃতীয়বারের মতো ফাইনালে উঠল। গত দুই আসরে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন হয়েছে। এবার তাদের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি।

ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে জাতীয় মহিলা বেসবলের দ্বিতীয় দিন (সোমবার, ৮ এপ্রিল) প্রথম সেমিফাইনালে বাংলাদেশ আনসার ২০-০০ পয়েন্টে সোলায়মান এসসিকে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ ১৪-০৩ পয়েন্টে ইউএসসিডি গাজীপুরকে হারিয়ে ফাইনালে উঠে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৮টায় বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা শেষে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

ফাইনাল খেলায় উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস এন্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন এটিএন বাংলার উপদেষ্টা (মানব সম্পদ ও প্রশাসন) কর্নেল (অবঃ) মীর মোতাহার হাসান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ মাহবুব হাসান, প্রবীণ মহিলা ক্রীড়া সংগঠক ফরিদা বেগম ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলীসহ অন্যান্যরা।

এবারের এই প্রতিযোগিতায় ৮টি দল অংশ নেয়। দলগুলো হলো: আগের দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার, দুইবারের রানার্সআপ বাংলাদেশ পুলিশ, নবাগত বিজেএমসি, ঢাকা জেলা, এসকেএসপি, ইউএসসিডি গাজীপুর, কমিউনিটি স্পোর্টস ক্লাব ঢাকা ও সোলায়মান এসসি ঢাকা।

বিজ্ঞাপন

আটটি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখান থেকে চারটি দল সেমিফাইনালে উঠে। দুটি দল উঠেছে ফাইনালে।

সারাবাংলা/এমআরপি

বেসবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর