নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্রিকেট লীগের উদ্বোধন
১৮ নভেম্বর ২০১৯ ২০:৫৭ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ ২১:০৫
দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে নর্থ এনসিএল- নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্রিকেট লীগ। এই লীগের আয়োজন করছে নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যাথলেটিক্স ক্লাব।
এনএসইউ অ্যাথলেটিক্স ক্লাবের পরামর্শক এবং বিশ্ববিদ্যালয়ের লেকচারার মেহেদি হাসান বলেন, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কর্মকান্ডে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রচুর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতি বছরের মত এবারও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্ট।
বিশ্ববিদ্যালয়ের ক্রিকেটপ্রেমীদের জন্য এই টুর্নামেন্ট একটি বড় সুযোগ হতে চলেছে বলে মন্তব্য করেন এনএসইউ অ্যাথলেটিক্স ক্লাবের সেক্রেটারি জেনারেল সানমুন মহিন।
চার পর্বের এই টুর্নামেন্ট পরিচালিত হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। চারটি গ্রুপে বিভক্ত অংশগ্রহণকারী ক্লাবগুলো গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হবে। এরপর যথাক্রমে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে সর্বমোট ৫২ টি ম্যাচে মুখোমুখি হবে দলগুলো। ২রা ডিসেম্বর নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্রিকেট ফিল্ডে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।