আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই
১৩ জুন ২০১৮ ২২:২২ | আপডেট: ১৩ জুন ২০১৮ ২২:২৬
ঈদের ছুটিকে কেন্দ্র করে ফাঁকা হতে শুরু করেছে ব্যস্ততার শহর ঢাকা। যে যেভাবে পারছেন ছুটছেন। লক্ষ্য একটাই, বাড়িতে গিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া। ট্রেন ও বাসের পাশাপাশি বড় একটি সংখ্যার মানুষ লঞ্চ, স্টিমারসহ নানা ধরনের ওয়াটার ভেহিকেলে চড়ে বাড়ি যান, বিশেষ করে যাদের বাড়ি বরিশাল, বরগুনা এবং পটুয়াখালিতে। রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে ছেড়ে যাচ্ছে অসংখ্য লঞ্চ। নদীতে ভেসে যাবতীয় দুঃখ ও কষ্ট ভুলে শুধু বাড়ি পৌঁছানোর তাগিদ। বাড়ি ফেরা মানুষের সেসব কিছু মুহূর্ত তুলে এনেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
সারাবাংলা/এমআইএস