আলোর রেখায় স্বজনদের স্মরণ | ছবি
৩ নভেম্বর ২০২৪ ১৫:১৪
অল সোলস ডে। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের যারা পৃথিবীর মায়া কাটিয়ে পাড়ি জমিয়েছেন, এ দিন তাদের স্মরণ করেন জীবিতরা। প্রিয়জনের সমাধিতে মোমবাতি জ্বেলে দেন, ছড়িয়ে দেন ফুলের পাপড়ি, ছিটিয়ে দেন পবিত্র জল। সমাধির সামনে প্রজ্বলিত মোমবাতি হাতে দাঁড়িয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন প্রিয়জনের স্বর্গলাভের।
শনিবার (২ নভেম্বর) ছিল সেই অল সোলস ডে। প্রিয়জনদের স্মরণ করতে এ দিন দেশের বিভিন্ন স্থানেই খ্রিষ্টানদের সমাধিস্থলগুলোতে ভিড় জমিয়েছিলেন স্বজনরা। রাজধানী ঢাকার ওয়ারীতে হলি ক্রস চার্চ ও ফার্মগেটের হলি রোজারি চার্চে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ
- মোমের আলোয় আলোকিত স্বজনদের সমাধি।
- খ্রিষ্টানদের বিশ্বাস, আলোকশিখার দীপ্ত আগুনে সমাধিতে শায়িত স্বজনরা শুদ্ধ হয়ে ঈশ্বরের সান্নিধ্য লাভ করবে।
- একই সঙ্গে এই আলো যেন জীবিতদের মধ্যেও অনন্তশিখার মতো প্রজ্বলিত থাকে, সে প্রার্থনাই করেন সবাই।
- প্রার্থনা…
- প্রার্থনা ছাড়া আর কিছুই দেবার নেই তাদের জন্য।
- শিশুরাও এসেছিল না ফেরার দেশে পাড়ি জমানো স্বজনদের স্মরণ করতে।
- স্বজনদের সমাধিতে জ্বেলে দেওয়া হলো মোমবাতি।
- না ফেরার দেশে যারা, তাদের জন্য স্বজনের ব্যাকুলতা।
- বেদনার ভার…
- স্বজন হারানো সবাই এক কাতারে।
- যিশুর প্রতিকৃতি সামনে রেখে মুক্তির প্রার্থনা, মৃত স্বজনদের জন্য, পৃথিবীর জন্যও।
সারাবাংলা/টিিআর