Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলোর রেখায় স্বজনদের স্মরণ | ছবি


৩ নভেম্বর ২০২৪ ১৫:১৪

স্বজন হারানো সবাই এক কাতারে।

অল সোলস ডে। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের যারা পৃথিবীর মায়া কাটিয়ে পাড়ি জমিয়েছেন, এ দিন তাদের স্মরণ করেন জীবিতরা। প্রিয়জনের সমাধিতে মোমবাতি জ্বেলে দেন, ছড়িয়ে দেন ফুলের পাপড়ি, ছিটিয়ে দেন পবিত্র জল। সমাধির সামনে প্রজ্বলিত মোমবাতি হাতে দাঁড়িয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন প্রিয়জনের স্বর্গলাভের।

শনিবার (২ নভেম্বর) ছিল সেই অল সোলস ডে। প্রিয়জনদের স্মরণ করতে এ দিন দেশের বিভিন্ন স্থানেই খ্রিষ্টানদের সমাধিস্থলগুলোতে ভিড় জমিয়েছিলেন স্বজনরা। রাজধানী ঢাকার ওয়ারীতে হলি ক্রস চার্চ ও ফার্মগেটের হলি রোজারি চার্চে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ

বিজ্ঞাপন

সারাবাংলা/টিিআর

অল সোলস ডে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর