২ জুন ২০১৮ ১৬:৫৫ | আপডেট: ২ জুন ২০১৮ ১৭:০৩
ক্যালেন্ডারের পাতা থেকে চলে গেল আরও ৭টি দিন। এর মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে গেছে অসংখ্য উল্লেখযোগ্য-অউল্লেখযোগ্য ঘটনা। এসবের মধ্যে ক্যামেরায় ধারণ করা হয়েছে এমন ১০টি উল্লেখযোগ্য ছবি নিয়ে সারাবাংলার এই আয়োজন।
ভয়ঙ্কর রূপ নিয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউন্ট কিলাউয়া আগ্নেয়গিরি। গত মাসের শুরুর দিকে নতুন করে সেখান থেকে লাভা নির্গত শুরু হয় যা আকাশের দিকে ত্রিশ হাজার ফুট পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে ওই এলাকার ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনার ক্ষতি হয়েছে। অসংখ্য বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
হঠাৎ জীবন্ত হয়ে ওঠেছেন রাশিয়ার সাংবাদিক আরকেডি বাবচিনকো (৪১)। কিয়েভে তাকে গুলি করে হত্যা করা হয়েছিলো বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হয়। পরে ইউক্রেনের এক টেলিভিশনের লাইভে এসে সব রহস্যের উন্মোচন করেন তিনি। ইউক্রেন দাবি করে, তাকে হত্যা করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হিটম্যান নিয়োগ দিয়েছিলো। তারা তাকে হত্যার চেষ্টা করে। কিন্তু ইউক্রেনের গোয়েন্দারা সেটিকে ব্যর্থ করে দেয় এবং তাকে হত্যার নাটক তৈরি করে। এই বিষয় নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে টানাপোড়ন শুরু হয়েছে।
ভারতের রাজস্থানের আজমিরে দুইজন লোক গাড়ি থেকে বের হওয়া তুলার বস্তার ছায়ায় ঘুমাচ্ছেন। সেখানে এখন প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। একটু কাজ করলেই ক্লান্ত হয়ে পড়ছে মানুষ।
কেন্দ্রীয় লন্ডনের সুউচ্চ বিল্ডিংয়ের মাথায় বজ্রপাতের দৃশ্য। টানা ঝড়ের সময় এই ছবিটি তোলা হয়েছে। এই সপ্তাহে এক ঝড়ের সময় লন্ডনে ১৫ হাজার বজ্রপাতের রেকর্ড করা হয়েছে।
ম্যানহাটান শহরে প্রতিবছর একটি সময় আসে যখন সূর্য পূর্ব ও পশ্চিমের বড় সড়কের ঠিক বরাবর ওঠে এবং অস্ত যায়। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ণের কারণে এটি হয়ে থাকে। একে ম্যানহাটানহেঞ্জ বলা হয়। এসময় অসংখ্য মানুষ এই জায়গা ভিড় করে ছবি তোলার জন্য। এ বছর ৩০ মে ছিল ম্যানহাটানহেঞ্জ।
গত ২৬ মে দক্ষিণ জার্মানির রাস্ট শহরের ইউরোপা-পার্কে হঠাৎ আগুন লাগে। এরপর সেখান থেকে হাজারো দর্শনার্থীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।
সাবিতা হালাপ্পানাভার। একজন ভারতীয় চিকিৎসক, যিনি সন্তান জন্ম দিতে গিয়ে জীবন দেন। অবশ্য চিকিৎসকরা জানতেন যে তার সন্তান বাঁচবে না। গর্ভপাত করানো গেলে তাকে বাঁচানো যেতো। কিন্তু আয়ারল্যান্ডের গর্ভপাতবিরোধী কঠোর আইনের কারণে তা করতে সাহস করেনি তার চিকিৎসকরা। তার স্মরণে তৈরি হয় এই প্রতিকৃতি। চলতি সপ্তাহে দেশটি গর্ভপাত বিষয়ক আইনের সংস্কারে এক্সিট পোলের আয়োজন করে এতে আইনের সংস্কারের পক্ষে সিংহভাগ লোক মত দেয়। এদিন সাবিতার প্রতিকৃতিতে ‘ইয়েস’ লিখে তাকে স্মরণ করে সবাই। ছবিতে দেখা যাচ্ছে, ভোটে জয়ী হওয়ার পর সাবিতার সামনে এসে দুইজন নারী আবেগে আপ্লুত হয়ে পড়েন।
ফ্রান্সের প্যারিসের ১৩ তম অ্যারোঁদিসেমেন্টে পায়জামা পড়ে প্রতিবাদ জানাচ্ছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা। জীবনযাত্রার মানোন্নয়নের দাবিতে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় পুলিশের ছোড়া টিয়ারশেল সেখানে ধোঁয়ার সৃষ্টি করেছে।
‘দ্যা স্লিপিং লায়ন পার্ল’। বিশ্বের সব থেকে বড় স্বচ্ছপানির মুক্তা। এটি আগে ক্যাথেরিন দি গ্রেটের অধিকারে ছিল। এ সপ্তাহে নেদারল্যান্ডসের হেগ শহরে নিলামে তোলার আগে তোলা।
এবছর ব্রিটিশ রাজপুত্র হ্যারির বিয়ে হলো। এক হিসেবে দেখা গেছে, যে বছর ব্রিটিশ রাজপুত্রের বিয়ে হয়, সে বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয় লিভারপুল। আর সেবছরই ভ্যাটিকানের পোপের মৃত্যু হয়। কিন্তু এবছর ব্রিটিশ রাজপুত্রের বিয়ে হলেও লিভারপুল চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার চ্যাম্পিয়ান হয়েছে রিয়াল মাদ্রিদ। তাই পোপের জন্য কোন দুঃসংবাদ নেই।
ছবি: বিবিসি
সারাবাংলা/এমআইএস