স্বপ্ন পুষে অপেক্ষা… [ছবি]
৩১ মে ২০২৪ ১৯:১৭ | আপডেট: ৩১ মে ২০২৪ ১৯:২১
স্বপ্ন দূরের দেশ মালয়েশিয়ায় গিয়ে থিতু হওয়া; কিন্তু সেই স্বপ্নে যেন লেগেছে হোঁচট । মালয়েশিয়া যেতে ইচ্ছুক শ্রমিকদের হাতে নেই টিকিট।
এজেন্সি টিকেট না দিয়ে ঘুরাচ্ছে, দাম বাড়ার উছিলায়।
শ্রমিক ভিসায় মালয়েশিয়া যাওয়ার শেষ দিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকিটের জন্য শ্রমিকদের অপেক্ষা। টিকেট যেন সোনার হরিণ!
অপেক্ষা, উৎকণ্ঠা আর কান্নায় যেন ফিকে হয়ে আসে বুকে পুষে রাখা স্বপ্নগুলো…
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র স্টাফ ফটো করেসপন্ডেন্ট হাবীবুর রহমান