ফার্মগেটে বিদ্যুতের তারে আগুন
২৪ মে ২০১৮ ১১:৩৬ | আপডেট: ২৪ মে ২০১৮ ১১:৪০
ঢাকা: রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে বৃহস্পতিবার সকালে বৈদ্যুতিক, ডিশলাইন, টেলিফোনের তার এবং বিলবোর্ডে আগুন লাগে। স্থানীয়রা নিজ চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। এ সময় উৎসুক জনতার ভিড়ে সড়কের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে যায়। ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো সাংবাদিক হাবিবুর রহমান।
বিদ্যুতের শটসার্কিট থেকে বাসার সামনে বিদ্যুতের তারে আগুন লাগে।
অগ্নিনির্বাপনযন্ত্র দিয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে।
সারাবাংলা/এইচএ/এমএইচ