Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্যটনে স্বপ্ন দেখাচ্ছে ফটিকছড়ি


২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৯ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২১:২৭

সবুজের এক অনবদ্য তীর্থভূমি ফটিকছড়ি। চা ও রাবার বাগানের ঝিরিঝিরি বাতাসের সুর। পূর্ব ও উত্তর পার্শ্বে হালদা নদী অববাহিকা আর মধ্যভাগ আংশিক সমতল। পাহাড় ও নদী বেষ্টিত একটি সুন্দর উপজেলা। মাইজভাণ্ডার দরবার শরীফ, ভুজপুরের জমিদার বাড়ি, মং রাজার দীঘি, হালদা রাবার ড্যাম, কাজিরহাট হালদা ভ্যালি চা বাগান-কর্ণফুলী টি গার্ডেন, রাবার বাগান, সেগুন বাগান, ড্রাগন ফল, হাজারিখিলে গড়ে উঠা অভয়ারণ্যে মেলে যেন মানবিক সুখ।

বিজ্ঞাপন

ফটিকছড়ির হাজারিখিলে গড়ে উঠা অভয়ারণ্যে ১২৩ প্রজাতির পাখি নির্ভয়ে ঝাঁক বেঁধে ওড়ার দৃশ্যই জানান দেয়, তারা এখানে গড়ে নিয়েছে আপন রাজ্য। যান্ত্রিক কোলাহল ছেড়ে প্রকৃতির মাঝে পাখিদের কিচিরমিচির মনকে এনে দেবে প্রশান্তি। পর্যটনের স্বপ্ন দেখানো ছবিগুলো ফটিকছড়ি থেকে তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী

টপ নিউজ ফটিকছড়ি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর