মঙ্গল প্রার্থনার মধু পূর্ণিমা [ছবি]
২০ সেপ্টেম্বর ২০২১ ২০:৫২ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ ২৩:৩২
ভাদ্র মাসে বর্ষাবাসের দ্বিতীয় পূর্ণিমা তিথি। এই তিথিতেই বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করে থাকেন ‘মধু পূর্ণিমা’। তাদের দ্বিতীয় বৃহত্তম উৎসব। আজ সেই পূণ্য তিথি। দেশব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করছেন দিবসটি। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি মেনে সীমিত পরিসরে উৎসব চলছে চট্টগ্রামেও। সেখানকার কেন্দ্রীয় বৌদ্ধ বিহার প্রাঙ্গণে সকাল থেকেই প্রার্থনার জন্য জড়ো হয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষরা। বৌদ্ধ নর-নারী, বয়োবৃদ্ধ ও শিশুরা বৌদ্ধ বিহারে গিয়ে ভিক্ষুদের দান করেছেন মধু, সঙ্গে বিভিন্ন ফলমূল, মধুমিশ্রিত পায়েস ও রকমারি খাবার। সবার মঙ্গল কামনায় করেছেন বিশেষ প্রার্থনা।
চট্টগ্রাম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী