Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্ভেদ্য দেয়ালের দুই পাশে স্বজনের মিলনমেলা [ছবি]


১৫ সেপ্টেম্বর ২০২১ ১০:৩৪ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ১৩:৪৬

করোনাভাইরাসের কারণে গত দেড় বছর ধরে কারাবন্দিদের সঙ্গে দেখা করতে পারছেন না স্বজনরা। এজন্য কারাগারের ছোট্ট একটি জানালা ও আমানত শাহ মাজার এলাকার জেল রোডের রাস্তা হয়ে উঠেছে বন্দি ও স্বজনদের স্পর্শহীন মিলনের একমাত্র মাধ্যম। কারাগারে থাকা প্রিয়জনকে একনজর দেখতে ঘণ্টার পর ঘণ্টা জেল রোডের রাস্তায় দাঁড়িয়ে থাকেন স্বজনরা। অন্যদিকে বন্দিরাও জানালায় চোখ লাগিয়ে থাকেন, কখন আসবেন তার স্বজনরা। কথা হওয়ার সুযোগ নেই। একনজর দেখা, সেটাই যেন হাজার বছরের মিলনের চেয়েও দামী এইসব মানুষদের কাছে।

বিজ্ঞাপন

জেল রোড এলাকাঘুরে ছবিগুলো তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী।

চট্টগ্রাম জেল রোড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর