প্রস্তুতি শেষ, শিক্ষার্থীদের পদচারণার অপেক্ষায় স্কুল-কলেজ [ছবি]
১১ সেপ্টেম্বর ২০২১ ২১:২৯ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ০০:১৯
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণে স্মরণকালের সবচেয়ে দীর্ঘ সময় ধরে বন্ধ স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা সব বাসায়। স্কুল-কলেজ ক্যাম্পাস বিরান ভূমি যেন। আর গত দেড় বছর ধরেই উদ্বেগ-উৎকণ্ঠা— কবে খুলবে স্কুল-কলেজ। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। করোনাভাইরাস সংক্রমণের হার কিছুটা কমে আসায় সরকারের ঘোষণা অনুযায়ী রোববার (১২ সেপ্টেম্বর) খুলতে যাচ্ছে স্কুল-কলেজ। তবে তার আগেই দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের বরণ করে নিতে এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় অবশ্য স্কুল খুললেও পরিবেশ থাকবে না আগের মতো। কারণ শিক্ষার্থীদের পরতে হবে মাস্ক, মানতে হবে স্বাস্থ্যবিধি। সে অনুযায়ীই স্কুলগুলোকে সাজানো হয়েছে নতুন করে।
রাজধানীর আজিমপুরের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের এ সংক্রান্ত প্রস্তুতির ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান ও ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ
সারাবাংলা/টিআর