নদী কেড়ে নিয়েছে ঘরবাড়ি, খুঁজতে হবে নতুন ঠিকানা
২৪ আগস্ট ২০২১ ০৯:১২ | আপডেট: ২৪ আগস্ট ২০২১ ১১:৩১
মুন্সীগঞ্জের দিঘীর পাড় এলাকা সংলগ্ন পদ্মা নদীর দুই পাড়ে চলছে ভয়াবহ ভাঙন। এই ভাঙনের কারণে নদীর আশপাশে বসবাসরত শত শত পরিবার তাদের ঘরবাড়ি হারাচ্ছে। নদীতে প্রচুর স্রোত থাকায় আশপাশে বসবাসরত লোকজনেরা রাতের বেলায় নিশ্চিন্তে ঘুমাতে পারছেন না। অনেকেই ঘরবাড়ি ভেঙে নিয়ে চলে যাচ্ছেন নতুন ঠিকানায়। মুন্সীগঞ্জ এলাকার পদ্মা নদী সংলগ্ন দিঘীরপাড় ও সরিষা বন এলাকা থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।