Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিলের শাপলায় সংসার চলে শত মানুষের


২৩ আগস্ট ২০২১ ০৯:২৯ | আপডেট: ২৩ আগস্ট ২০২১ ১২:৪৭

মুন্সিগঞ্জের শ্রীনগর আলমপুর এলাকার ছোটবড় বিলগুলোর বুকে ফুটে আছে লাখো-কোটি শাপলা। ভোরবেলাতেই সেই শাপলা সংগ্রহে দলবেঁধে বিলে ছুটে যায় এলাকাবাসী। নৌকা ভরে শাপলা তুলে আনেন। সেই শাপলা আবার ট্রাকে করে ব্যবসায়ীদের মাধ্যমে চলে যায় ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে। এভাবেই একদল মানুষের আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে জাতীয় ফুল শাপলা। আলমপুর এলাকাঘুরে ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।