করোনার সঙ্গে দগ্ধ কিশোরের লড়াই (ছবি)
১৫ জুলাই ২০২১ ০১:৫৫ | আপডেট: ১৫ জুলাই ২০২১ ০১:৫৬
বিদ্যুৎ মিস্ত্রীর সহযোগী সাইফুল ইসলাম। ১৪ বছরের এই কিশোরের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। তিন মাস আগে বিদ্যুতের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে সে দগ্ধ হয়। এরপর ৩ মাস ২০ দিন ধরে দিন কাটছে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের বিছানায়। হাসপাতালে থাকা অবস্থায় দগ্ধ কিশোর করোনা পজিটিভ হয়। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু রোগীর চাপ থাকায় সাইফুলের ভাই তাকে শুইয়ে রাখেন হাসপাতালের সামনে গাছতলায়। পরীক্ষা-নিরীক্ষা শেষে ভাইকে কোলে নিয়ে হাসপাতাল থেকে কিছুক্ষণ পর বেরিয়ে আসেন। এরপর রিকশাযোগে কিশোর সাইফুলকে নিয়ে বড় ভাই রওয়ানা দেন বার্ন ইনস্টিউটের করোনা ইউনিটে।
ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র স্টাফ ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান