তবুও কাজের সন্ধানে ঝুড়ি-কোদাল নিয়ে ফুটপাতে ওরা
৩ জুলাই ২০২১ ০৯:২৫ | আপডেট: ৩ জুলাই ২০২১ ১২:৪৬
করোনা সংক্রমণে রোধে সরকার ঘোষিত সাতদিনের কঠোর বিধিনিষেধের আজ তৃতীয়দিন। জরুরি সেবা ও শিল্প-কারখানা ছাড়া বন্ধ রয়েছে সকল সরকারি, বেসরকারি ও শ্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে নির্মাণকাজও। এরমধ্যেও কাজের জন্য ঝুড়ি, কোদাল ও দা নিয়ে ফুটপাতে বসে আছেন হাজারো শ্রমিক। যেকোনো মূল্যে তাদের কাজ চাই। অনেকের দাবি, ঘরে একমুঠো চালও নেই বউ-সন্তানদের খাওয়ানোর মতো।
শনিবার (৩ জুলাই) সকালে রাজধানীর শনির আখড়া মোড় থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান। এর বাইরেও এমন চিত্র দেখা গেছে পান্থপথ, শিয়া মসজিদ মোড়সহ বেশ কয়েকটি এলাকায়।