Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হঠাৎ বিস্ফোরণ, তারপর ধ্বংসস্তূপ [ছবি]


২৮ জুন ২০২১ ০০:২৩ | আপডেট: ২৮ জুন ২০২১ ১১:৫৭

হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ। বিকট শব্দ। কেঁপে ওঠে চারপাশ। এরপর মুহুর্মুহু কাঁচ ভাঙার শব্দ। একটা অংশ ধ্বংসস্তূপ। আহাজারি, আর্তনাদ।

এমনই এক দুর্ঘটনায় রোববার (২৭ জুন) জুন কেঁপে উঠেছে মগবাজার ওয়্যারলেস এলাকা। ৭৯ আউটার সার্কুলার রোড ঠিকানার ভবনটির নিচতলায় সেই বিস্ফোরণ। এরপর কেবল সেই ভবনটিই নয়, আশপাশের সবগুলো ভবনেরই কাঁচের দেয়াল বা জানালা— সবই ভেঙে পড়ে। এমনকি ঠিক ওই সময়ই একটি বাস অতিক্রম করছিল এলাকাটি। সেই বাসেরও জানালার সব গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়।

বিজ্ঞাপন

মুহূর্তের মধ্যে চলে আসে ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী। দগ্ধ আর আহতদের উদ্ধার করে নেওয়া হতে থাকে হাসপাতালে। এরই মধ্যে জানা যায়, ভয়াবহ এই বিস্ফোরণে ঘটেছে প্রাণহানিও। সবশেষ পাওয়া খবর বলছে, সাত জনের মৃত্যু হয়েছে মগবাজারে। অর্ধশতাধিক দগ্ধ ও আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

মগবাজার থেকে বিস্ফোরণ পরবর্তী সময়ের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

সারাবাংলা/টিআর

টপ নিউজ মগবাজারে বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর