বৃষ্টিতে বেড়েছে ভোগান্তি
১৯ জুন ২০২১ ১৫:০৭
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে খরতাপে পোড়া প্রকৃতি শীতল হয়েছে। প্রাণ ফিরে পেয়েছে গাছপালা। রাস্তাঘাট ধুঁয়ে গেছে বৃষ্টির জলে। তবে বিপত্তিও বেড়েছে। চলাচলে দারুণ বিঘ্ন ঘটাচ্ছে আষাঢ়ের এই বৃষ্টি। বিশেষ করে ছাদ খোলা যানবাহনে ছাতায় একমাত্র ভরসা। পথচারীদের হাতেও শোভা পাচ্ছে নানান রঙের ছাতা। ছবিগুলো তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।