ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যস্ত সাততলা বস্তি
১৩ জুন ২০২১ ০৯:৪১ | আপডেট: ১৩ জুন ২০২১ ১২:০৪
বড় বড় দালানকোঠার শহরে খড়কুটো দিয়ে বাঁধা তাদের ঘর। সেই ঘরও পুড়ে ভস্ম হয়ে গেছে আগুনে। নিত্যপ্রয়োজনীয় হাঁড়িপাতিল, সামান্য চেয়ারটেবিল তাও পুড়ে হয়েছে কয়লা। সেই ধ্বংসস্তূপের ওপর নতুন করে স্বপ্ন সাজাচ্ছে তারা। ছাইভস্ম ফেলতে ব্যস্ত সময় পার করছেন বস্তির পুরুষরা। ছোটখাটো কাঠের টুকরো, টিনের অংশ দিয়ে ঘেরার চেষ্টা চলছে নিজের আবাস। এভাবেই নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন রাজধানীর মহাখালীর সাততলা বস্তির বাসিন্দারা। সম্প্রতি আগুনে পুড়ে গেছে এই বস্তির হাজারো ঘর। ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।