বদলে যায় সবকিছু, বদলায় না শুধু শ্রমিকের ভাগ্য লেখন
১ মে ২০২১ ১৩:১১ | আপডেট: ১ মে ২০২১ ১৩:১২
ফসল ফলানো, কারখানার চাকা সচল রাখা, ইমারত নির্মাণ, ব্রিজ বানানো, সড়ক নির্মাণ ও পরিবহন ব্যবস্থা চালু রাখতে সবচেয়ে অগ্রণী ভূমিকা শ্রমিকেরই। অথচ সম্পদের ভাগবাটোয়ারাতে সব থেকে পিছিয়ে থাকেন তারাই। বিলাসিতা দূরে থাক সামান্য পেটে-ভাতে দিনরাত ঘাম ঝরান এসব শ্রমিকেরা। বছরের এই একটা দিন তাদের কথা আলোচনায় উঠে আসে। দিনভর সমাজের মহান মহান বুলি শুনে অনাহারী পেটে ঘুমাতে যান তারা। দিন যায় দিন আসে, বদলে যায় চারপাশ। বদলায় না শুধু শ্রমিকের ভাগ্য। তার উপর এক বছরের বেশি সময় ধরে চলা করোনা মহামারি তাদের জীবনকে বানিয়ে দিয়েছে নরক। বছর বছর মে দিবস আসে, শ্রমিকরা কি তার অধিকারটুকুও জানে? ছবি তুলেছেন সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান ও ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।