আলোয় ভাসছে ঢাকা [ছবি]
১৭ মার্চ ২০২১ ২৩:৩৫ | আপডেট: ১৮ মার্চ ২০২১ ০৯:৪৩
বিমানবন্দর থেকে ফার্মগেট, হাইকোর্ট, জাতীয় সংসদ, গণভবন, বঙ্গভবন, হাতিরঝিল— সন্ধ্যার পর থেকেই গোটা রাজধানী যেন আলোর নগরী। মহানগরের গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অভিজাত হোটেল, গুরুত্বপূর্ণ সড়ক, এমনকি অনেক বাসভবনও ভাসছে বাহারি আলোয়। এমন হঠাৎ আলোর ঝলকে রাজধানীর রঙিন হয়ে ওঠার উপলক্ষ আর কিছু নয়— বঙ্গবন্ধুর জন্মদিন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীর ক্ষণে এভাবেই আলোয় উদ্ভাসিত ঢাকা শহর। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ‘ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়’ থিমে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর যে উদ্বোধনী অনুষ্ঠান উদ্বেলিত করেছে সারাদেশকে, সন্ধ্যা থেকে ঢাকার আলো ঝলমলে রূপ যেন সেই উৎসবের আমেজকে পূর্ণতা দিয়েছে।
রাজধানী ঘুরে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ
সারাবাংলা/টিআর