Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলোর রঙে সেজেছে ঢাকা [ছবি]


১৭ মার্চ ২০২১ ০০:৫৫

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। বাঙালির এই মহানায়ককে স্মরণ করে রাষ্ট্রীয় ও জাতীয়ভাবে রয়েছে বিভিন্ন আয়োজন। আর সেই আয়োজনের অংশ হিসেবে সাজিয়ে তোলা হয়েছে রাজধানীর বিভিন্ন সরকারি ভবন ও দফতর। জাতীয় সংসদ থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, সচিবালয়, পুলিশ সদর দফতর, নগর ভবনের মতো স্থাপনাসহ প্রায় সব সরকারি কার্যালয়েই রয়েছে এমন আলো ঝলমলে সাজ।

কেবল সরকারি অবশ্য নয়, জাতির পিতার জন্মদিনের দিনটি স্মরণ করতে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও নিজেদের সাজিয়েছে আলোর সাজে। মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা থেকেই এসব ভবনে জ্বলে উঠতে থাকে রঙ-বেরঙের আলো। কারণ ঘড়ির কাঁটা মধ্যরাত স্পর্শ করলেই ১৭ মার্চের প্রথম প্রহরে যে শুরু হবে পিতার জন্মবার্ষিকীর ক্ষণটি।

বিজ্ঞাপন

রাজধানী ঘুরে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

সারাবাংলা/টিআর

আলোকসজ্জা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর