আগুন ফাগুন
১৪ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৪৬ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৪৪
শীতের রিক্ততা পেরিয়ে বসন্তের প্রাণ চাঞ্চল্যের জন্য বাংলায় এই চিরন্তন প্রতীক্ষা । দিন রাতের আবর্তে ফাগুন আসে, আগুন লাগায় ডালে ডালে। আসে বাহারি ফুল আর কোকিলের কুহুতান। কিন্তু, ইটপাথরের কৃত্রিম নগরে বসন্তের লাবণ্যময় স্পর্শ কি লাগে কোথাও? যদিও,বসন্তের বর্ণচ্ছটা শহরে তেমন সুলভ নয়। তবে, মানুষের হৃদয় বসন্তের প্রভাব এড়াতে পারে না বলেই হয়তো আজও এই যান্ত্রিক নগরে বসন্তের দেখা মেলে নাগরিক বেশভূষায়, উৎসব আয়োজনে ঋতুরাজের আগমনী-উচ্ছ্বাসে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে বসন্ত উৎসবের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
সারাবাংলা/একেএম