ফুলপরীদের দেশে
৩ ফেব্রুয়ারি ২০২১ ১৭:১৩ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২১ ২১:২৫
ফুল দেখলে যে কোনো ব্যক্তির মন ভালো হয়ে যায়। কারণ ফুলের সঙ্গে মানুষের রয়েছে এক গভীর সম্পর্ক। তাই যে কোনো শুভ কাছে ফুলের ব্যবহার চোখে পড়ে। ফুল পবিত্র ও ভালোবাসার প্রতীক। এই ফুল রাস্তা-ঘাটে বিক্রি করে চলছে অনেক পরিবারে সংসার। জুটছে দুএকবেলার খাবার। রাজধানীর শাহবাগ, ফার্মগেট, টিএসসি কিংবা শহীদ মিনার এলাকায় গেলে দেখতে পাওয়া যায় অনেক ছোট ছোট অসহায়, দুস্থ ছেলে-মেয়েরা হাতে ছোট বালতিভর্তি ফুল নিয়ে বিক্রি করে বেড়াচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহাবাগ থেকে বুধবার (৩ ফেব্রুয়ারি) ছবিগুলো তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ