Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধুতা


২ ফেব্রুয়ারি ২০২১ ২১:১৭ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২১ ২১:১৮

প্রকৃতির সঙ্গে মানুষের সখ্যতা পৃথিবী সৃষ্টির পর থেকেই। আর প্রাণীকুলের সঙ্গে মানুষের সঙ্গ আদিকাল থেকেই। এমন অনেক ঘটনা আছে মানুষের বিপদ-আপদ রক্ষায় প্রাণীকুলের ভূমিকা ছিল। কুকুর তেমনি একটি প্রভুভক্ত প্রাণী। মানব জীবনে উপকারে আসে এমন অনেক কাজই করে এই প্রাণীটি। প্রভুভক্ত হওয়ায় মানুষের সঙ্গ লাভেও বেশি সময় লাগে না। রাজধানীর শহীদ মিনার এলাকায় টনি নামের এই কুকুরের চিত্রগুলো দেখলে বোঝা যায় মানুষের সঙ্গে প্রাণীর সখ্যতা, সঙ্গতা কতটা গভীর।

বিজ্ঞাপন

পরিবারের মতই মিলে মিশে তারা জীবন পাড়ি দিচ্ছে। মনিবের কথা মতো চলা, তার হুকুম মানা সবই রপ্ত করেছে টনি। কুকুরটির মালিক ফয়সাল বলেন, এখন মানুষের মধ্যে বিশ্বাসের অনেক অভাব। কিন্তু টনি আমার কথার বাইরে যায় না, সে আমার খুবই বিশ্বস্ত। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ছবিগুলো তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।

বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা আজ
১১ জানুয়ারি ২০২৫ ১০:১০

আরো

সম্পর্কিত খবর