ভারতের বিক্ষুব্ধ কৃষক | ছবি
২৬ জানুয়ারি ২০২১ ২০:২৯
ভারতের রাজ্যসভায় পাস হওয়া নতুন তিন কৃষি আইন বাতিলের দাবিতে দুই মাসেরও অধিক সময় ধরে রাজধানী দিল্লির প্রবেশমুখগুলোতে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ কৃষক সংগঠনগুলো। কয়েক হাজার কৃষক তাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (২৬ জানুয়ারি) প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানস্থল দিল্লির রেডফোর্ট অভিমুখে ট্র্যাক্টর মিছিল নিয়ে এগিয়ে গেলে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গতিরোধ করার চেষ্টা করে। এক পর্যায়ে, তাদের মধ্যে সংঘর্ষ হয়। এমনকি টিয়ারগ্যাস ছোড়া এবং লাঠিচার্জের ঘটনাও ঘটে। ভারতের বিক্ষুব্ধ কৃষকদের ছবিগুলো বার্তাসংস্থা রয়টার্স, এপি, এএফপি এবং গেটি ইমেজ থেকে নেওয়া।
সারাবাংলা/একেএম