বিষাদের বছর ফিরে না আসুক আর
৩১ ডিসেম্বর ২০২০ ১৮:৪৩ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ২০:২৮
বিষাদের বছর, বিষের বছর ২০২০।
করোনা মহামারির কারণে বিষাদের বছর হিসেবে ইতিহাসে থেকে যাবে ২০২০ সাল। বিষাদের এ বছরে সারাবিশ্বের করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৮ লাখ ১৫ হাজার মানুষ। এই হারানোর শোক স্বজনদের বয়ে বেড়াতে হবে আজীবন। তাই বছরের শেষ সূর্যাস্তে প্রার্থনা, যেন ‘এমন বছর আর ফিরে না আসে দুনিয়ায়’। বছরের শেষ সূর্যাস্তে প্রার্থনার ছবিগুলো চট্টগ্রাম থেকে তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী।