Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলু চাষীদের ব্যস্ততা


১৬ মার্চ ২০১৮ ১৬:২৬ | আপডেট: ১৬ মার্চ ২০১৮ ১৬:৩৫

আলুর চমৎকার ফলনে মাঠে মাঠে কৃষকের মুখে খুশির ঝিলিক। যত্ন করে মাঠ থেকে আলু তুলে বাজারে নেওয়ার পরিই মিলিয়ে যাচ্ছে কৃষকের মুখের হাসি। তাদের সোনার ফসলগুলোর দিকে ফিরেও তাকাচ্ছে না ব্যাপারিরা। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই বেঁচতে হচ্ছে পানির দামে। কৃষকরা দাম না পেলেও বাজারে কিন্তু আলুর দাম মোটেও কম নয়। আলুর মৌসুমে কৃষকের ব্যস্ততা নিয়ে ছবি তুলেছেন মুন্সিগঞ্জের সিরাজদীখানের বাসাইল এলাকা থেকে তুলেছেন সারাবাংলার আলোকচিত্রী সুমিত আহমেদ

বিজ্ঞাপন

 

মাটি আলগা করে দেওয়া হচ্ছে আলুগুলো কুড়িয়ে নেওয়ার জন্য।

 

দল বেঁধে আলু কুড়াতে ব্যস্ত কৃষাণ-কৃষানীরা

 

আলু তুলে বস্তাভর্তি করা হচ্ছে।

 

আলু তুলে জমা করা হচ্ছে বাজারে নেওয়ার জন্য।

 

বাইসাইকেলে করে আলু নিয়ে বাজারের পথে কৃষকরা।

 

সারাবাংলা/এমআই

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর