আলু চাষীদের ব্যস্ততা
১৬ মার্চ ২০১৮ ১৬:২৬ | আপডেট: ১৬ মার্চ ২০১৮ ১৬:৩৫
আলুর চমৎকার ফলনে মাঠে মাঠে কৃষকের মুখে খুশির ঝিলিক। যত্ন করে মাঠ থেকে আলু তুলে বাজারে নেওয়ার পরিই মিলিয়ে যাচ্ছে কৃষকের মুখের হাসি। তাদের সোনার ফসলগুলোর দিকে ফিরেও তাকাচ্ছে না ব্যাপারিরা। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই বেঁচতে হচ্ছে পানির দামে। কৃষকরা দাম না পেলেও বাজারে কিন্তু আলুর দাম মোটেও কম নয়। আলুর মৌসুমে কৃষকের ব্যস্ততা নিয়ে ছবি তুলেছেন মুন্সিগঞ্জের সিরাজদীখানের বাসাইল এলাকা থেকে তুলেছেন সারাবাংলার আলোকচিত্রী সুমিত আহমেদ।
সারাবাংলা/এমআই