টায়ার কেটে জীবন কাটে [ছবি]
২১ নভেম্বর ২০২০ ০৯:৪১ | আপডেট: ২১ নভেম্বর ২০২০ ১৪:৪৬
পেশায় রাজমিস্ত্রি ছিলেন কাইয়ুম। করোনাভাইরাসের কারণে কাজকর্ম হারিয়ে বেকার বসেছিলেন দীর্ঘ দিন। শেষ পর্যন্ত পেয়েছেন টায়ার কাটার কাজ। কামরাঙ্গীরচরে এই জায়গাটিতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এসে জড়ো হয় পুরনো টায়ার-টিউব। সেগুলো কেটেকুটে রাখা হয়। এখান থেকে আবার বিক্রি হয় প্রতিকেজি ১৫ থেকে ১৮ টাকা দরে। দিনমজুর হিসেবে কাইয়ুম এখন এখানেই কাজ করছেন। সারাদিন টায়ার কেটে পান ৫০০ টাকা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল, এখান থেকে টায়ার-টিউবের বড় একটি অংশ চলে যায় রাজধানীর আশপাশের এলাকাগুলোর ইটভাটাতে। টায়ার পুড়িয়ে জ্বালানি তেলও তৈরি করা হয়। তবে ইটভাটাই হোক আর টায়ার পুড়িয়ে তেল তৈরিই হোক— এর কোনোটিই পরিবেশের জন্য সুখকর নয়। টায়ার-টিউব পোড়ানোটা জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকির কারণ। পেটের দায়ে দিনমজুরে পরিণত হওয়া কাইয়ুমের অবশ্য এতকিছু ভাবার অবকাশ নেই। পেটের দায় যে বড় দায়।
কামরাঙ্গীরচর থেকে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান