মাস্ক: আছে আছে নাই রে… [ছবি]
৬ নভেম্বর ২০২০ ১২:২৯ | আপডেট: ৭ নভেম্বর ২০২০ ০০:৪৭
নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ এখনো থামেনি মোটেও। প্রতিদিনই সহস্রাধিক মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছেন এই ভাইরাসে। মৃত্যুও থেমে নেই। এর মধ্যেই শীতকাল দুয়ারে। ঠান্ডা আবহাওয়ায় করোনাভাইরাসের সংক্রমণ আরও বাড়তে পারে— এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। সে কারণেই স্বাস্থ্যবিধি অনুসরণে ফের জোর দিচ্ছেন তারা।
বিশেষজ্ঞরা কেবল নন, সরকারও এখন স্বাস্থ্যবিধি অনুসরণ করানোর বিষয়ে জোর চেষ্টা চালাচ্ছেন। ঘরের বাইরে যেকোনো স্থানে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে রীতিমতো ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠক থেকে। জরিমানার বিধানও রাখা হয়েছে। তবু কি মাস্ক পরছেন সবাই?
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে যখন সারাদেশে লকডাউন চলছিল, ওই সময় সবার মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতাও দেখা গেছে। সেই সংক্রমণ অব্যাহত থাকলেও এখন মাস্কের ব্যবহার নিয়ে উদাসীনতা চোখে পড়ার মতো। রাস্তাঘাটে অনেকের মুখেই আর দেখা যাচ্ছে না মাস্ক। অনেকেই পরছেন, তাদের মাস্ক আবার থুতনিতে। মাস্ক ব্যবহার নিয়ে এমন উন্নাসিকতার চড়া মূল্য দিতে হতে পারে— বিশেষজ্ঞদের তেমন হুঁশিয়ারিতে হুঁশ ফিরবে কি সবার?
রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান